প্রতিবেদক : মোঃবাহারুল ইসলাম
এদিকে চিত্রাঙ্কনে অংশগ্রহণ করতে পেরে খুশি অংশগ্রহণ কারীরা।সরেজমিনে ঘুরে দেখা যায়,সাভার আরিচা মহা সড়কের পাশে সব দেয়াল রং-তুলিতে শিক্ষার্থীরা রাঙিয়ে তুলেছেন।সড়কের পাশের দেয়ালে শিক্ষার্থীদের এমন শিল্পকর্ম নজর কেড়েছে সাধারণ পথচারীদের। অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন তাদের নানামুখী সৃজনশীল কর্মযজ্ঞ। এর মধ্যে রয়েছে বৈষম্যহীন বাংলা চাই, বাংলাদেশের মানচিত্র,স্বাধীনতা এনেছি সংস্কারও আনবো সংগ্রাম, ঐক্য, দুর্নীতি, বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক মুহূর্তসহ নানা বিষয়।চিত্রাঙ্কন আঁকা শিক্ষার্থী শামীম হাসান বলেন, সড়কের পাশের দেয়ালগুলোতে আমরা শহীদ আবু সাঈদের স্মৃতি ধরে রাখতে চাই। বৈষম্যমুক্ত বাংলাদেশের ছবি আঁকছি আমরা।এই আন্দোলনের সকল স্মৃতি ধরে রাখতেই এই আয়োজন।পথচারীরা বলেন, ‘শিক্ষার্থীদের অঙ্কনগুলো খুবই সুন্দর লাগছে। তারা দেশের বিভিন্ন বৈষম্য দেয়ালে তুলে ধরছেন। আমাদের আগামীর বাংলাদেশ শিক্ষাময়, সুন্দর হোক এমনটাই পত্যাশা। সাভারের সাধারণ শিক্ষার্থী বিন্দু এমন শিল্পকর্ম অঙ্কন করা হয়েছে যা চিত্রকর্মের মাধ্যমে আমাদের আন্দোলনের বিভিন্ন ইস্যু তুলে ধরা হয়েছে। স্বাধীনতার স্তম্ভ তুলে ধরা হয়েছে। অনিয়ম, দুর্নীতি, ঘুষ গ্রহণের প্রতিবাদ করা হয়েছে।