নওগাঁর আত্রাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদের স্মরনে দোয়া ও নগদ অর্থ প্রদান

নওগাঁর আত্রাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদের স্মরনে দোয়া ও নগদ অর্থ প্রদান

কামাল উদ্দিন টগর, রাজশাহী।

নায়েবে  আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী  নওগাঁ জেলা (পূর্ব) অধ্যাপক মোঃ মহিউদ্দিন বলেছেন, দেশের জনগন ১৫টি বছর ধরে হত্যা, খুন, গুম সহ চরম নির্যাতনের শিকার হয়েছেন।  আহত হয়েছেন, সম্পদ হারিয়েছেন। আমরা যেটি দীর্ঘদিন যাবৎ করতে পারিনি, এই ছাত্র আন্দোলন এক মাসেই তা করে দেখিয়েছে। তাই নির্বাচন নিয়ে কোন ব্যস্ততা নয়। দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বর্তমান সরকার সামনে এগিয়ে যাচ্ছে।তাদেরকেসহযোগিতা   করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। 
বুধবার(২৮ আগষ্ট) বিকালে আত্রাই কলেজ বোডিং চত্বর বৈষম্য  বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শাহাদত বরণকারী  দুইজন শহীদ পরিবারের সন্মানে আয়োজিত দোয় ও নগদ  টাকা  প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথি আরো বলেন, জামায়াতকে সন্মান দিয়েছে দেশের জনগন। শহীদ পরিবারের উদ্দেশ্যে তিনি বলেন আপনি সন্তান হারিয়েছেন, স্বজন হারিয়েছেন, স্বামী হারিয়েছেন মন খারাপ করবেন না। আপনি সারা বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে গর্বিত ও সন্মানিত। বাংলাদেশ জামায়াতে ইসলামি আপনাদের পাশে ছিল এবং থাকবে ইনশাল্লাহ। এর পর সেক্রেটারি জেনারেল আত্রাই কোটা আন্দোলনে শহীদ দুইজন ভাইয়ের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সভাপতি, তালিমূল কোরআন, বাংলাদেশ জামায়েত ইসলাম নওগাঁ জেলা(পূর্ব) মাওঃ আ.ন.ম. লুৎফর রহমান সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, নওগাঁ(পূর্ব) মোঃ নাসির উদ্দিন, বায়াতুলমাল সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতেইসলাম(পূর্ব) মোঃ গোলাম কিবরিয়া, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমির, বাংলাদেশ জামায়াতে ইসলাম আত্রাই উপজেলা শাখা ও চেয়ারম্যান ৪নং পাঁচুপুর ইউপি মোঃ খবিরুল ইসলাম, পাঁচুপুর ইউপি আমীর শাহীন আহম্মেদ, সাবেক ছাত্র নেতা এনামূল হক, ছাত্র নেতা মেহেদী হোসেন সহ সংগঠনের উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দপ্রমূখ। অনুষ্ঠান শেষে নীহত দুই পরিবারকে নগদ এক লক্ষ করে দুই লক্ষ টাকা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *