মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ভাঙচুর সহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে এবং জড়িতদের গ্রেফতারের দাবিতে ঠাকুরগাঁও জেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর সাড়ে ৩ টায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি পার্থ সারথী দাস, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রোহান, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি আব্দুল লতিফ লিটু প্রমূখ। এ সময় ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে সন্ত্রাসী হামলা সহ সারাদেশে সংবাদকর্মীদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ ছালেহ আহম্মেদ,
ঠিকানাঃ 166/22, ভাগলপুর, সাভার, ঢাকা-1343। যোগাযোগঃ 01642414393
Copyright © 2024 মাতৃ নিউজ :Matri News. All rights reserved.