ফাতেমা আক্তার মাহমুদা ইভা, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
২ সেপ্টেম্বর শনিবার ২০২৪ সাল সময় দুপুর ২ ঘটিকায় নারায়নগঞ্জে নারী সাংবাদিক সংস্থার উদ্যোগে বন্যাপ্লাবিত কুমিল্লা বাঙ্গুড্ডা ইউনিয়ন পরিকোট, শ্যামপুর, গান্ধাছি ,হোসিয়ারা দুর্গম এলাকায় রান্না করা খাবার সহ নগদ অর্থ প্রদান করা হয় ও এবং কিছু জামা কাপড় ক্ষতিগ্রস্থ্য মানুষদের মাঝে। এছাড়া বন্যার্তদের মাছে বিভিন্ন ধরনের শুকনো খাবার বিতরণ করা হয়। বিকালে বিভিন্ন শুকনো খাবার ওষুধ অসহায় মানুষগুলো মাঝে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ নারী সাংবাদিক সংস্থার সভাপতি সুমি আক্তার, যুগ্ম সম্পাদক ফাতেমা আক্তার মাহমুদা ইভা, সহ সভাপতি আলেয়া আক্তার ও অর্থ সম্পাদক নিসা প্রমুখ। দিনব্রাপি কর্মসুচির মধ্যে সংস্থাটি দূর্গম এলাকায় যারা না খেয়ে জীবন যাপন করছে তাদের মাঝে রান্না করা খাবার নৌকা পথে ঘরে ঘরে পৌছে দেন। সংস্থার সভাপতি সুমি আক্তার জানান অন্যান্য সংগঠনের ন্যায় আমরা নারী উদ্যোক্তা বন্যাকবলিত এলাকায় ছুটে এসেছি ক্ষতিগ্রস্থ্য মানুষদের পাশে দাড়াতে সেই সাথে চেষ্টা করেছি তাদের মাঝে খাবার বিতরণ সহ রান্না করা খাবার পৌছে দিতে। তিনি আরো বলেন মানবতার সেবায় প্রতিটি সংগঠনের উচিৎ হবে বন্যা ক্ষতিগ্রস্থ্যদের পাশে দাড়ানো।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ ছালেহ আহম্মেদ, বার্তা সম্পাদকঃ ইমরান হোসেন রুবেল
ঠিকানাঃ 166/22, ভাগলপুর, সাভার, ঢাকা-1343। যোগাযোগঃ 01642414393
Copyright © 2024 মাতৃ নিউজ :Matri News. All rights reserved.