মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার রেজাউল করিম বিপিএম সেবা।
আজ বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর চাঁপাই নবাবগঞ্জ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা করে।
তিনি বলেছেন, চাঁপাইনবাবগঞ্জে কোন আয়নাঘর থাকবে না। আয়নাঘর কে করেছে আমি জানার চেষ্টা করছি। বাংলাদেশ পুলিশ বিশাল বাহিনী, গত ০৫ আগস্টের পর সারাদেশে নতুন সেটাপের প্রক্রিয়া শুরু হয়েছে। এজন্য কিছুটা সময় লাগছে। সব জায়গায় পুলিশের চেঞ্জ হচ্ছে। সব কিছু ঠিক হয়ে গেলে কাজের গতিও বৃদ্ধি পাবে। মাদক ও অবৈধ ব্যবসার সাথে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স থাকবে বলে জানান তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপর (প্রশাসন ও অর্থ) ও পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত আবুল কালাম শাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নুরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) জাহাঙ্গীর আলম সহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ। উপস্থিত ছিলেন দৈনিক বিজয় বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি মাহিদুল ইসলাম ফরহাদ সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ ছালেহ আহম্মেদ,
ঠিকানাঃ 166/22, ভাগলপুর, সাভার, ঢাকা-1343। যোগাযোগঃ 01642414393
Copyright © 2024 মাতৃ নিউজ :Matri News. All rights reserved.