শেখ আব্দুর রশিদ
১৩ই সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল তিন ঘটিকা থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় সিরাজুল ইসলাম লেকচার হল প্রাঙ্গনে , প্রভাষক বিলকিস খানম কাজল ও কবি আবু রিপন এর সঞ্চালনায়। খন্দকার লুৎফুন নাহারের সভাপতিত্বে গাছা সাহিত্য পরিষদের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্বসেরা কবি ও পরিবেশ বিজ্ঞানী ড. জাহাঙ্গীর আলম রুস্তম উদ্বোধক :অধ্যাপক ডক্টর আনোয়ারুল্লাহ ভূঁইয়া (দর্শন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন : কবি,গবেষক ও সম্পাদক মাহমুদুল হাসান নিজামী বিশেষ আলোচক : লেখক ও গবেষক মোহাম্মদ আব্দুছ ছালাম আজাদ, লায়ন ছিদ্দিকুর রহমান (উপদেষ্টা, গাছা সাহিত্য পরিষদ) ১/বিশেষ অতিথিবৃন্দ : ড. আ. ন. ম এহছানুল মালিকী (কথাসাহিত্যিক, ঢাকা বিশ্ববিদ্যাল)কবি ফয়জুর রহমান (উপদেষ্টা গাছা সাহিত্য পরিষদ) শিহাব রিফাত আলম (প্রতিষ্ঠাতা, জাগ্রত সাহিত্য পরিষদ, ঢাকা)কবি নাসির হেলাল (উপদেষ্টা গাছা সাহিত্য পরিষদ)নজরুল ইসলাম বাঙালী (কবি ও সংগঠক) লায়ন সালেহ আহমেদ (কবি, শিক্ষাবিদ, নজরুল গবেষক) কবি ইলোরা সোমা (প্রতিষ্ঠাতা ও সভাপতি,ইলোরা আন্তর্জাতিক সাহিত্য কানন) মো. বেল্লাল হাওলাদার (কবি, সংগঠক ও সাংবাদিক) সাংবাদিক মোস্তফা কামাল পাশা, (কবি ও সাহিত্যিক প্রতিষ্ঠাতা আন্তর্জাতিক সাহিত্য সংস্থা) মোঃ খাজা হারুন (কবি সাহিত্যিক সংগঠন, মুন্সীগঞ্জ) মোসাম্মাৎ তাসলিমা বেগম (কবি, গীতিকার ও সাহিত্যিক) মোস্তাক আহমেদ (কবি ও সাহিত্যিক)মনজুর মোর্শেদ (কবি ও সংগঠক)গাজী লতা মাহমুদ (প্রতিষ্ঠাতা সভাপতি, গাছা সাহিত্য পরিষদ) রফিক মাহমুদ (প্রতিষ্ঠাতা সভাপতি, গাছা সাহিত্য পরিষদ)প্রধান আলোচক কবি গবেষক ও সম্পাদক মাহমুদুল হাসান নিজামী বলেন কবি এবং সাহিত্যিকদের মুক্তমনা হতে হবে, সকল অপসংস্কৃতি এবং দলাদলি থেকে বেরিয়ে আসতে হবে। অনুষ্ঠান শেষে গুণীজন সম্ভাবনা প্রদান করা হয়। বিশিষ্ট কবি ও ইসলামিক গবেষক কণ্ঠশিল্পী তানিয়া শারমিন তানিশা, কবিতায় বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা গ্রহণ করেন।