মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধিঃ
দেশের উপরে বড় একটা ঝড় হয়ে গেছে তাই কাজের মধ্যে কোন গতি নেই বলে মন্তব্য করেছেন অন্তবর্তীকালীন সরকারের সমাজ কল্যাণ বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। আজ দুপুরে সাভারের পশিচম ব্যাংক টাউন এলাকায় সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য নির্মিত ক্রীড়া কমপ্লেক্সের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
সমাজ কল্যাণ বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, আমরা বড় বড় মেগা প্রকল্পে দ্রুত কাজ শেষ করতে গিয়ে অনেক ভুল করে থাকি। দ্রুত কাজ শেষ করলে পরিকল্পনা দুর্বল হয় বা ত্রুটি পাওয়া যায় অনেক সময় চাপ থাকার কারণে কাজ থমকে যায় এখন সেই প্রকল্পের কাজ শেষ হয়ে গেলে এর দুর্বলতা গুলো কি ছিলো সেগুলো আমরা জানতে পারবো বলেও বলেন তিনি।
এসময় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব খায়রুল আলম শেখ, অতিরিক্ত সচিব রেখা রানি বালো, জাতীয় প্রতিবন্ধি উন্নয়ন ফাউন্ডেশন পরিচালক হিরুজ্জামান, প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল মামুন তালুকদার, সাভারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।