একা একা লাগে,ভালো লাগে না পাশের মানুষটি নেই পাশে,রাত্রিটা কিভাবে কেটে যায় বড্ড যে একা একা লাগে।একান্ত নিবিড় হয়ে একাই আছি তোমাকে ঘিরে,কখন ফিরবে তুমি এখনো এলে না আমার ঘরে।রাত্রিটা কিভাবে কেটে যায়, খালি বিছানায় শুয়ে শুয়ে ভাবি এই বুঝি এলে।তুমি জড়িয়ে আদর করে বলবে,প্রিয় এখনো তুমি রাত জেগে বসে আছো শরীর যে খারাপ হবে। তোমার কথা যে কানে বাজে, রাত্রিটা আমার একা একা লাগে।একা একা লাগে জ্যোৎস্না রাতে মৃদু আলো এসে পরে, যখন আমার বিছানার উপর পাশে তুমি শুয়ে থাকা মানুষটি বলবে একটু জড়িয়ে ধরো না। বুকের ভিতর কি হচ্ছে জানো তুমি?ভালোবাসার টান যে কত তার অনুভব কতটা যে গভীর,তা কি তুমি বুঝো? তখন বুঝিনি আমি এখন বুঝি একা থাকার কষ্ট,যে কঠিন একা একা রাত যে কাটে না, থেমে থেমে ঘুম ভেংগে যায়।বুকের ভিতর চেপে ধরে চাপা কষ্ট না পাওয়ার যন্ত্রণা, তুমি ভালোবাসতে জানো, তুমি জানো কাছে আসতে।আমি এখন তোমার মত, গভীর টান অনুভব করি।আমি যে তোমার প্রানের প্রিয়া, প্রিয়া আমি।প্রিয় মানুষটিকে দূরে রেখে কতটা ভালো থাকতে পারি।।একা একা লাগে গভীর রাত হলে তুমি নেই পাশেতুমি বললে,প্রিয়া তুমি ঘুমাও এখন আমার স্বপ্ন দেখে।-একা একা লাগেতানিয়া শারমীন তানিশা একা একা লাগে,ভালো লাগে না পাশের মানুষটি নেই পাশে,রাত্রিটা কিভাবে কেটে যায় বড্ড যে একা একা লাগে।একান্ত নিবিড় হয়ে একাই আছি তোমাকে ঘিরে,কখন ফিরবে তুমি এখনো এলে না আমার ঘরে।রাত্রিটা কিভাবে কেটে যায়, খালি বিছানায় শুয়ে শুয়ে ভাবি এই বুঝি এলে।তুমি জড়িয়ে আদর করে বলবে,প্রিয় এখনো তুমি রাত জেগে বসে আছো শরীর যে খারাপ হবে। তোমার কথা যে কানে বাজে, রাত্রিটা আমার একা একা লাগে।একা একা লাগে জ্যোৎস্না রাতে মৃদু আলো এসে পরে, যখন আমার বিছানার উপর পাশে তুমি শুয়ে থাকা মানুষটি বলবে একটু জড়িয়ে ধরো না। বুকের ভিতর কি হচ্ছে জানো তুমি?ভালোবাসার টান যে কত তার অনুভব কতটা যে গভীর,তা কি তুমি বুঝো? তখন বুঝিনি আমি এখন বুঝি একা থাকার কষ্ট,যে কঠিন একা একা রাত যে কাটে না, থেমে থেমে ঘুম ভেংগে যায়।বুকের ভিতর চেপে ধরে চাপা কষ্ট না পাওয়ার যন্ত্রণা, তুমি ভালোবাসতে জানো, তুমি জানো কাছে আসতে।আমি এখন তোমার মত, গভীর টান অনুভব করি।আমি যে তোমার প্রানের প্রিয়া, প্রিয়া আমি।প্রিয় মানুষটিকে দূরে রেখে কতটা ভালো থাকতে পারি।।একা একা লাগে গভীর রাত হলে তুমি নেই পাশেতুমি বললে,প্রিয়া তুমি ঘুমাও এখন আমার স্বপ্ন দেখে।