প্রতিবেদক : এমদাদ
আহসান হাবিব শিপন (১৯) নামে এক ব্যবসায়ীকে ধারালো ছুরিকাঘাত আঘাত ও পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।
শনিবার দুপুরে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এরআগে শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লার সিটিলেনে এ হামলার ঘটনা ঘটে।আহত শিপন সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লার রিপনের ছেলে।অপরদিকে অভিযুক্তরা হলেন-লাল মিয়া (২৮), শাহাদৎ (২৫) ও ৩. রাশেদ (৩১)সহ অজ্ঞাত আরো ৫-৬ জন।ভুক্তভোগী শিপন বলেন, আমি দীর্ঘদিন যাবত গেন্ডা স্ট্যান্ডে সংলগ্ন মদির দোকান করি। সেখানে এসে লাল মিয়াসহ কয়েক জন সন্ত্রাসী আমার ব্যবসায়ে বাধা ও বিভিন্ন হুমকি দেয়। শুক্রবার রাতে আমি দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সাভার পৌরসভার সিটিলেইনের বালুর মাঠ এলাকায় সন্ত্রাসীরা আমাকে এলোপাতাড়ি মারধর ও ছুরি দিয়ে আঘাত করে। পরে স্থানীয় রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসে বলে জানান তিনি।সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ ছালেহ আহম্মেদ, বার্তা সম্পাদকঃ ইমরান হোসেন রুবেল
ঠিকানাঃ 166/22, ভাগলপুর, সাভার, ঢাকা-1343। যোগাযোগঃ 01642414393
Copyright © 2024 মাতৃ নিউজ :Matri News. All rights reserved.