রাউজান প্রতিনিধি : আতিক উল্লাহ চৌধুরী
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে রাউজান সরকারি কলেজের ব্যবস্থাপনায় মিলাদ মাহফিল, কেরাত, হামদ, নাত, রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর বুধবার দুপুরে কলেজের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ সেলিম নাওয়াজ চৌধুরী। কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে ও অধ্যাপক মোহাম্মদ হাবিবুল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু জাফর চৌধুরী, উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল, কলেজের অধ্যাপক নূরুল আব্বাস চৌধুরী, যুবদল নেতা হাসান বাহাদুর।উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক নুরুল আজিম, অধ্যাপক মোহাম্মদ তছলিম উদ্দিন, হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক জহুরুল আলম, ইসলামের ইতিহাস ও সাংস্কৃতি বিভাগের অধ্যাপক শওকত উদ্দিন ইবনে হোসেন, অধ্যাপক জহিরুল ইসলাম, অধ্যাপক আবুল মোস্তফা, অধ্যাপক সবুজ, অধ্যাপক মাহফুজ, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম, যুবদল নেতা মোহাম্মদ রেওয়াজ, মোহাম্মদ ছোটন সহ কলেজের অন্যান্য অধ্যাপক ও অধ্যাপিকাবৃন্দ। পরে আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলেন অতিথিবৃন্দ।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ ছালেহ আহম্মেদ, বার্তা সম্পাদকঃ ইমরান হোসেন রুবেল
ঠিকানাঃ 166/22, ভাগলপুর, সাভার, ঢাকা-1343। যোগাযোগঃ 01642414393
Copyright © 2024 মাতৃ নিউজ :Matri News. All rights reserved.