পটুয়াখালী প্রতিনিধি : আব্দুল মান্নান
উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হত্যার হুমকিসহ তার সুনাম, খ্যাতি নষ্ট করার অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কলাপাড়া চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশীষ রায়ের আদালত বাদীর নালিশি মামলা আমলে নিয়ে কলাপাড়া থানার ওসিকে এজাহার গ্রহণের নির্দেশ দিয়েছে।কলাপাড়ার উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পূর্ব মধুখালী গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাসান মাহমুদ বাদী হয়ে এই মামলাটি করেন। মামলার আসামির ওই গ্রামের নাম মাসুম বিল্লাহ। তিনি বাংলাদেশ রেলওয়ে বিভাগের পয়েন্টস ম্যান পদে কর্মরত।মামলায় বলা হয়, ‘গত ২ মে ড. মুহাম্মদ ইউনূস একটি মামলায় হাজিরা শেষে আদালতের বাইরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধমে ছড়িয়ে পড়লে ওই ভিডিওর নিচে আসামি কমেন্টে বলেন, আপনাকে দেখে মনে হয় আমেরিকার দালাল।এতে বাদীর হৃদয়ে রক্তক্ষরণ হয়। এরপর আসামি এলাকায় বসে ড. মুহাম্মদ ইউনূসকে সুদখোর, ইহুদি-পশ্চিমা দালাল বলে সাক্ষীদের উপস্থিতিতে মানহানিমূলক উক্তি প্রকাশ করেন। সর্বোপরি আসামি ড. মুহাম্মদ ইউনূসকে একাকী পেলে গুলি করে হত্যার হুমকি দেন।