মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ সীমান্তবর্তী ০৮ কিঃ মিঃ এর মধ্যে অবস্থিত সকল পূজা মন্ডপ সমূহে ইতোমধ্যেই পূজা মন্ডপের যাবতীয় নিরাপত্তা নিশ্চিতকল্পে বিজিবি’র টহল দল কর্তৃক টহল কার্যক্রম পরিচালনা করছে। তারই ধারাবাহিকতার অংশ হিসেবে ২৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখ সোনামসজিদ বিওপির আওতাধীন বালিয়াদিঘী পূজামন্ডপ সংলগ্ন এলাকায় রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম এর উপস্থিতিতে স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ও সনাতন ধর্মালম্বীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় অধিনায়ক বলেন ইতোমধ্যেই আমাদের বিজিবি’র টহল দল কর্তৃক শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলার সীমান্তের ০৮ কিঃ মিঃ এর মধ্যে অবস্থিত পূজা মন্ডপ সমূহের নিরাপত্তা নিশ্চিতকল্পে রেকি করার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এবারের পূজায় বিজিবি তথা আমরা সকল প্রকার নিরাপত্তার ব্যাপারে সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করছি যাতে আপনারা অনাড়ম্বর পরিবেশে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন। পূজা চলাকালীন সময়ে বা পূজা শুরুর পূর্বে যদি কোন দুষ্কৃতিকারী বা অপশক্তি দ্বারা পূজা মন্ডপে হামলা/ভাংচুর হওয়ার সম্ভাবনা মনে হলে সাথে সাথে বিজিবির টহল কমান্ডারকে মোবাইলের মাধ্যমে অবগত করার জন্য সংশ্লিষ্ট পূজা মন্ডপ কমিটির সভাপতিকে নির্দেশ দেন। এছাড়াও সনাতন ধর্মালম্বীদের পূজা উৎসব যেন তারা সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করতে পারে সেজন্য তিনি স্থানীয় জনপ্রতিনিধি, গন্য মান্য ও সাধারণ জনসাধারণকে সজাগ দৃষ্টি ও সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ করেন।