অতৃপ্ত বাসনায় শুধু মন কাঁদে এক অবারিত বর্ষায় রোদ্দুর বিহীন শ্রাবণে তাই ঝরছে শুধু নীলাভ দুঃখ আর অপার নীরবতা।
এই বরফ শীতল রাতে পাতা ঝরা গভীর অরণ্যে আছে শুধু একরাশ দীর্ঘ দীর্ঘশ্বাস!তোমার অপেক্ষায় বিরামহীন মগ্নতায়ডুবে আছে আজ প্রেমিকার মন কি অদ্ভুত এই এলোমেলো মায়াবতী রাত বোঝাতে পারিনা আমি শুধু তোমাকেই চাই স্বার্থবিহীন এক সমুদ্র ভালবাসা পেতে চাই!আমি প্রতিনিয়তই তাই নিমগ্ন থাকি শুধু তোমার টানে আজ হৃদয় নিঃসঙ্গ, প্রেম শূন্যতা।
শুধু তোমার অনুভবে অনুভব হয়!এসো প্রেম এই শরতের শেষ রাতে একান্তে মিশে যাই বৃষ্টির জলে এক নির্জন ঘরে গোপনে এক মধুর সখ্যতায়!আজ চারিদিকে ঢেকে আছে শুধু শান্ত প্রকৃতি আছে মুঠো মুঠো স্নিগ্ধ সুমিষ্ট বাতাস আছে হৃদয় তোল পার করা একগুচ্ছ প্রেমকখন আসবে তুমি?? আজ যে বিষন্নতায় ঘেরা অরণ্যবৃষ্টি ভেজা এই নিশি অরণ্যে সোঁদা মাটির সুঘ্রাণে
আঁধার আর নির্ঘুম রাত্রি জেগে আছে শুধু তোমারই অপেক্ষায় রাত্রির নিস্তব্ধতায়এসো প্রেম জীবনের সবটুকু স্বাদ নিয়ে এই নির্জন নিশিতে ঘন ঘোর প্লাবনে তোমার প্রেয়সীর জাদু করি মন্ত্রমুগ্ধ ভালোবাসায়।