শারদীয় দূর্গোৎসব উপলক্ষে আনসার ভিডিপি’র ব্রিফিং অনুষ্ঠিত।

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাই নবাবগঞ্জের  নাচোল উপজেলায়  আসন্ন/২৪ সালের  সার্বজনীন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে আনসার ভিডিপি সদস্যদের দায়িত্ব পালন বিষয়ে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১১ টায় উপজেলা চত্বরে অনুষ্ঠিত ব্রিফিং এ বক্তব্য রাখেন নাচোল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম  মনির,বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আব্দুল কাদের,  উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোসাঃ সুফিয়া খাতুন,উপজেলা আনসার প্রশিক্ষক মোঃ গোলাম সাকলাইন,উপজেলা প্রশিক্ষিকা,কল্পনা খাতুন
আনসার ভিডিপি অফিসারসহ পূজায় দায়িত্বপ্রাপ্ত আনসার-ভিডিপি সদস্য/সদস্যাগণ। চলতি বছর উপজেলার ৪টি ইউনিয়নে ১৬টি স্থানে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে এবং উপজেলার মোট ৯৮ জন সদস্য দায়িত্ব পালন করবেন।

থানার অফিসার ইনচার্জ  বলেন, সব ধরনের গুজব থেকে সজাগ থাকতে হবে। গুজবের খবরসহ যে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার ঘটার আগেই আমাকে জানালে আমি তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ উপজেলার এমন কোন রেকর্ড নেই, অনাকাঙ্ক্ষিত ঘটনার। এ ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *