নিজস্ব প্রতিবেদকঃ
২৩ অক্টোবর বুধবার সকাল হতে দুপুর পর্যন্ত শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন সাভার জোন এর উদ্যোগে সাভার মামুন কমিউনিটি সেন্টারে বৈষম্যহীন সমাজ গঠনে ইমাম ও খতিবদের করনীয় শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মুফতি রফিকুল ইসলাম সরদার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, সেক্রেটারি শানে শাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন, সাভার জোন ও মুফতি আব্দুল্লাহ আল মামুন, সভাপতি শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন, আশুলিয়া থানা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুফতি শামীম মজুমদার, চেয়ারম্যান শানে শাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন।
উপস্থিত ছিলেন, মাওলানা আতিকুল্লাহ বিন রফিক, সভাপতি শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন, সভার জোন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সাভার জোনের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম ও শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।
এ সময় বক্তারা বলেন আমরা তিনটি লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চাই। লক্ষ্য তিনটি হলঃ
শানে সাহাবার আইন সুরক্ষা সেবাঃ
মাসলাক, মতাদর্শ নির্বিশেষে যে কোন মসজিদের সম্মানিত খতীব, ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ নিরীহ আলেমগণ সামাজিকভাবে অপরাধের শিকার হলে তাঁকে স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা, সাংবাদিক ও জনপ্রতিনিধির মাধ্যমে উপযুক্ত আইনী সেবা পেতে সহযোগিতা/পদক্ষেপ গ্রহণ করা।
স্বাস্থ্য সুরক্ষা ও মেডিকেল সেবাঃ
শানে সাহাবার সদস্যদের কেউ অসুস্থ্য হলে তাঁকে বিশেষজ্ঞ চিকিৎসক ও উন্নত হসপিটাল সেবা পেতে উপযুক্ত সহায়তা প্রদান করা। যেকোন ধর্ম-বর্ণের মুমূর্ষু রোগীর জন্য নির্দিষ্ট গ্রুপের রক্ত শানে সাহাবার সদস্যগণ কর্তৃক স্বেচ্ছায় দান করা।
কর্মসংস্থান সেবাঃ
ইমাম, খতীব, মুয়াজ্জিন, খাদেমসহ মাদরাসা শিক্ষকগণ বেকার হয়ে পড়লে; তাঁকে নতুন কর্মসংস্থান পেতে সহযোগিতা করা। খতীব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও মাদরাসা শিক্ষকদের বেতন, সম্মানী, বোনাস, ভাতা সংক্রান্ত সমস্যা সমাধান করা।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ ছালেহ আহম্মেদ, বার্তা সম্পাদকঃ ইমরান হোসেন রুবেল
ঠিকানাঃ 166/22, ভাগলপুর, সাভার, ঢাকা-1343। যোগাযোগঃ 01642414393
Copyright © 2024 মাতৃ নিউজ :Matri News. All rights reserved.