মসজিদে মুসুল্লীদের কাছে দোয়া ও ভোট চাইলেন মেয়র প্রার্থী খোরশেদ আলম।

মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধিঃ

সাভার পৌরসভা নির্বাচন সামনে রেখে মেয়র প্রার্থী  ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্মসম্পাদক ও সাবেক কাউন্সিলর মোঃ খোরশেদ আলম আজ নামাজ আদায় করতে গিয়ে মসজিদের মুসুল্লীদের কাছে নানা প্রতিশ্রুতি এবং দোয়া ও ভোট চেয়েছেন।

এসময় মেয়র প্রার্থী খোরশেদ আলম বলেন, সাভার পৌরসভাকে একটি ‘আধুনিক পৌরসভা’ হিসেবে গড়ে তুলতে সাভারের মানুষ আজ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। যে দিকেই যাচ্ছি মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছি। জনগণের ভালোবাসার প্রতিদান দিতে আমি প্রস্তুত রয়েছি।সাভারের মানুষের সঙ্গে আমার আত্মার বন্ধন রয়েছে। দীর্ঘ দিন আমি পৌরসভার মানুষের সেবক হিসেবে কাজ করেছি। একদিনের জন্য কখনো আমি সাভার বাসির সঙ্গে সর্ম্পক বিচ্ছিন্ন করেনি। যতদিন আল্লাহ রাব্বুল আলামীন আমাকে জীবিত রাখবেন, আমি আজীবন সাভারের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো।

তিনি বলেন, আমাকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্রে মেতেছে। ষড়যন্ত্র করে লাভ নেই, সাভারবাসী আমার পক্ষে। আমি কথায় নয়, উন্নয়নে বিশ্বাসী বলেই সবার কাছে নিজের কথাগুলো বলতে ও অন্যদের কথা শুনতে এসেছি। জনগণ আজ আমাদের পক্ষে প্রচার প্রচারণায় নেমে এসেছে।

তিনি আরো বলেন, ‘আমি সব সময় জনগণ, দলের তৃণমূলের নেতা-কর্মীদের মূল্যায়ন করি। আগামীতেও তা করব ইনশা আল্লাহ। আপনারা আমাকে সব সময় আপনাদের সন্তান-ভাই হিসেবে সঙ্গে পাবেন। ক্ষমতায় থাকি বা না থাকি, সব সময় আপনাদের পাশে থাকব।’ 

মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম বলেন, ‘আমার  পিতা মৃত মোঃ সামছুল হক মোল্লা   সাভার পৌর ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর  ছিলেন। তিনি আপনাদের সুখে-দুঃখে সব সময় পাশে ছিলেন। আপনাদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। আপনারা আমাকে ভোট দিয়ে সাভার পৌর ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত করেছিলেন। সাভার পৌর ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দীর্ঘ কয়েক বছর দায়িত্ব পালন করেছি। আমার সাধ্যমতো কাজ করেছি। চেষ্টার কোনো কমতি ছিল না, সুখে-দুঃখে আমি আপনাদের পাশে ছিলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *