এক সন্ধ্যেয় তবে এসো হঠাৎ করেই ফিরে এসো যে ভাবে সন্ধ্যে নামে বনের হাতটি ধরে আর বাতাসে থাকে ফুলের সুমিষ্ট সৌরভ,
তুমি ঠিক সে ভাবেই ফিরে এসোএক মুঠো মুগ্ধতা আর বসন্তের অন্তিম ফাগুন নিয়ে,
গভীর রাতে বুনো বাতাসে শিশির যে ভাবে নেমে আসে তুমি ঠিক সেভাবেই ফিরে এসো,
আজ যে হৃদয় নিঃসঙ্গ প্রেম শূন্যতা শুধু তোমার অনুভব,
তাই তোমার জন্যে জমিয়ে রেখেছি আমার হৃদয়ের শত টান আর নিঝুম সন্ধ্যার বিলাসী বৃষ্টির কামিনীর মিষ্টি সুঘ্রাণ এই একাকিত্বের ক্ষণে কেবল স্মৃতির আতর মেখে এসো,
শুধু তুমি ফিরে এলে মাধবী লতায় জড়ানো মায়াবী সন্ধ্যার মত এই অবরুদ্ধ ভাঙ্গে,
ফিরে এসো শেষ মিনতি তে তুমি ফিরে এসো আমি যে আজ বিবর্ণ,
বিবর্তনের বিরুপ বিধানে ও তোমায় নিয়ে স্বপ্ন বিলাসে বিমোহিত, তাই যদি অন্তিম অপেক্ষাই হয় ভালোবাসা, তাহলে আমি সেই ভালোবাসায় সিক্ত আর পুরোপুরি আসক্ত !