নিজস্ব প্রতিবেদকঃ
সাভার বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্চিত করা, স্ত্রীকে নির্যাতন, ছাত্রীদের বুলিং, মাদকসেবনসহ নানা অনিয়মের অভিযোগে চুক্তিভিত্তিক নিয়োগকৃত গনিত শিক্ষক মো. সাইফুল ইসলাম পিয়াসকে চাকুরী থেকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে বিদ্যালয়ের ছাত্রীরা। মঙ্গলবার দুপুরে সাভার উচ্চ বালিকা বিদ্যালয় প্রঙ্গণে উক্ত কর্মসূচি পালন করে ছাত্রীরা। বিক্ষোভ সমাবেশ শেষে নারী নির্যাতনকারী শিক্ষক সাইফুলের অপসারণের দাবিতে আগামীকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করবে বলে ঘোষণা দেয় বিক্ষুব্ধ ছাত্রীরা। এসময় বিক্ষুব্ধ ছাত্রীরা দাবি করে বলে, অক্টোবর মাস জুড়ে নানা ন্যাক্কার জনক ঘটনার জন্ম দেয়া অভিযুক্ত সাইফুল নিজেকে নির্দোষ প্রমাণ করতে কৌশলে অল্পকিছু অনুগত ছাত্রীদের নিয়ে রবিবার সাভার উপজেলায় মানববন্ধনের মত কর্মসূচিও পালন করে। এই ঘটনা জানতে পেরে বিদ্যালয়ের ছাত্রীরা একযোগে সাইফুলের অপসারণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে। স্কুলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার স্বার্থে কর্তৃপক্ষ অনেক কিছু এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও সাইফুল নিজের চাকুরী বাঁচাতে বিতর্কিত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। ঘটনা সুত্রে জানা গেছে, শিক্ষক সাইফুলের ২য় স্ত্রী ২ সন্তানের জননী সুমনা বিশ্বাস(২৩) স্বামী কর্তৃক দীর্ঘ দিন ধরে নির্যাতনের শিকার। প্রতিকার পেতে সাভারের গণ্যমান্য ব্যাক্তিবর্গের নিকট ধর্না দিয়ে ব্যর্থ হয়ে সাভার বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট অভিযোগ করে। পরে ১৭ অক্টোবর নির্যাতন করে বাসা থেকে বের করে দিলে সাভার থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে সাধারণ ডাইরি করে সুমনা। এবারও স্কুলের সুনাম রক্ষার্থে প্রধান শিক্ষক রফিকুজ্জামান সাইফুলকে তার স্ত্রী’র বিষয়টি সমাধানের তাগিদ দেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ২৯ অক্টোবর দুপুরে সাইফুল একদল বহিরাগত সন্ত্রাসী নিয়ে বিদ্যালয়ে জোড় করে প্রবেশ করে প্রধান শিক্ষকের উপর চড়াও হয়। এসময় তারা প্রধান শিক্ষককে শারীরিক ভাবে লাঞ্ছিত করে, পরে প্রাণনাশের হুমকি দিয়ে বিদ্যালয় ত্যাগ করে। প্রধান শিক্ষককে হেনস্তার ঘটনায় তাৎক্ষণিক সকল শিক্ষক ও স্কুল পরিচালনা কমিটি সাইফুলের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্তে উপনিত হয়ে বিদ্যালয়ের সভাপতি সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করে এবং সাভার থানা সাধারণ ডাইরি রুজু করে। এদিকে নিজেকে নির্দোষ প্রমান ও চাকুরী বাঁচাতে অভিযুক্ত সাইফুল রাজনৈতিক মহলের নিকট ধর্না দেয়া সহ বিদ্যালয়ের সন্মানহানীতে হীন কার্যে লিপ্ত হয়েছে। বিষয়টি বিস্তারিত জানতে পেরে স্কুল ছাত্রীরা আজ বিক্ষোভে উত্তাল হয়ে উঠে।