নিজস্ব প্রতিবেদকঃ
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সাভার থানা বিএনপির সভাপতি ও বনগাঁ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুদ্দিন সাইফুল , সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হোসাইন ডালিম, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন, নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা।
মিছিগুলো বনগাঁ ইউনিয়ন থেকে সাভার থানা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ সাইফুদ্দিন সাইফুলের নেতৃত্বে বনগাঁ থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে শুরু হয়, মোঃ আনোয়ার হোসেনের, নেতৃত্বে বিরুলিয়া থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে শুরু হয়, সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হোসাইন ডালিম এর নেতৃত্বে সাভারের বনগাঁ থেকে আরো একটি মিছিল সাভার জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে শুরু হয় , মিছিলগুলো নবীনগর জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। এতে উজ্জীবিত বিএনপির কয়েক হাজার নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন
এসময় আনন্দ মিছিল থেকে দেশবিরোধী চক্রান্ত মোকাবেলায় সতর্ক থাকার জন্য নেতাকর্মীদের আহ্বান জানানো হয়।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ ছালেহ আহম্মেদ,
ঠিকানাঃ 166/22, ভাগলপুর, সাভার, ঢাকা-1343। যোগাযোগঃ 01642414393
Copyright © 2024 মাতৃ নিউজ :Matri News. All rights reserved.