নিজস্ব প্রতিবেদকঃ মোঃ ছালেহ্ আহম্মেদ
সাভার থানা জিয়া মঞ্চের আহ্বায়ক হাজী মোহাম্মদ রাকিব হাসান গফুর সাভার ও আশুলিয়ার সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। ২৬শে মার্চ রোজ বুধবার বিকেলে মাতৃ নিউজ প্রতিনিধির সাথে এক একান্ত সাক্ষাৎকারে বলেন, সাভার ও আশুলিয়া সর্বস্তরের জনগণ ও বিএনপির সকল নেতৃবৃন্দসহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও দেশবাসী সবাই ভালো আছেন এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, প্রিয় ভাই বন্ধুসহ সকল শ্রেণি পেশার মানুষকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-“ঈদ মোবারক”।তিনি আরো বলেন, ২০২৫ইং মার্চ মাসে এবার পবিত্র ঈদুল ফিতর তাই প্রথমে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি, যদি এই বাংলা ভাষাটা না থাকতো তবে এতো কাব্য এতো কবিতা ও গল্প কে লিখতো, যদি এই ভাষাটা না থাকতো তবে ভালোবাসি এই মিষ্টি কথাটি কে কাকে বলতো, যদি এই ভাষাটা না থাকতো তবে মা-কে এতো মধুর সুরে কে ডাকতো। ১৯৫২ এর ভাষা আন্দোলনে আত্মত্যাগী সকল ভাষা শহীদদের স্মরণে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি। সেই সাথে দেশবাসী সবাইকে পবিত্র ঈদুল ফিতরের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এই “ঈদ বয়ে আনুক সবার জীবনে অনাবিল সুখ-শান্তি” ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার সারাটা জীবন। সকল দুঃখ কষ্ট, ব্যথা বেদনা, হিংসা বিবাদ ভুলে ঈদের দিন আপনজনদেরকে উপহার দিন, শান্তি শৃঙ্খার লক্ষ্যে সবাই হাসি-খুশি থাকবেন এই কামনা করি। আল্লাহ যেন আমাদের সবাইকে সততার সাথে ব্যবসা বাণিজ্য করার তৌফিক দান করেন, আমিন। আমি আবারও মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি-“ঈদ মোবারক
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ ছালেহ আহম্মেদ, বার্তা সম্পাদকঃ ইমরান হোসেন রুবেল
ঠিকানাঃ 166/22, ভাগলপুর, সাভার, ঢাকা-1343। যোগাযোগঃ 01642414393
Copyright © 2024 মাতৃ নিউজ :Matri News. All rights reserved.