নিজস্ব প্রতিবেদকঃ
সাভার উপজেলার ঐতিহ্যবাহী বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৭ মে ২০২৫, সকাল ১১ টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ অনুষ্ঠানের সূচনা হয়। সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। এ সময় আরও উপস্থিত ছিলেন, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনোয়ারা আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ও বিরুলিয়া ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতের চেয়ারম্যান হাজী মোঃ মনিরুল হক, বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল হামিদ, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শিরালী, অত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান খান সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ঢাকা ১৯ আসনের সাবেক সাংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বলেন, সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। ভবিষ্যতে এ বিদ্যালয়ের শিক্ষার মান ও পরিবেশ সমুন্নত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ ছালেহ আহম্মেদ, বার্তা সম্পাদকঃ ইমরান হোসেন রুবেল
ঠিকানাঃ 166/22, ভাগলপুর, সাভার, ঢাকা-1343। যোগাযোগঃ 01642414393
Copyright © 2024 মাতৃ নিউজ :Matri News. All rights reserved.