নিজস্ব প্রতিবেদকঃ
আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের অন্তর্গত কবিরপুর বাদগাঁও এলাকায় গত ২৩ শে মে রোজ শুক্রবার ১১টায় জমি সংক্রান্তর জের ধরে কুপিয়ে আহত করা হয়েছে রাশেদুল ইসলাম খোকন ও তার স্ত্রী হাফিজা আক্তারকে। ভুক্তভোগী রাশেদুল ইসলাম খোকন ও তার স্ত্রী হাফিজ আক্তার প্রতিবেশী আজগরের বাড়িতে গেলে সেখানে পরিকল্পিতভাবে উপস্থিত হইয়া অতর্কিত হামলা চালায় জসীমউদ্দীনের অনুসারীরা।
বাইদগাও এলাকায় জসীমউদ্দীনের কাছ থেকে ২৯ লক্ষ টাকা মূল্যে জমি ক্রয় করেন। দলিল অনুযায়ী তাহার পৈত্রিক জ্যোতের সম্পত্তি দাগ অনুসারে জমি বোঝাইয়া না দিতে পারায় তালবাহানা করেন। পরবর্তীতে রাশেদুল ইসলাম খোকন তাকে বারবার জমি বোঝাই দিতে বলায় এক পর্যায়ে খাস সম্পত্তি হইতে ৭ শতাংশ জমি বোঝায় দেন। এতে রাশেদুল ইসলাম খোকন আপত্তি জানাইয়া দলিল অনুসারে জমি বুঝাইয়া দিতে বলায় তাদের উপরে লাঠি সোঠা লোহার রড ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে জসিম বাহিনী।
এ ঘটনায় আশুলিয়ার বাইদগাও নিবাসী জয়নাল আবেদীনের ছেলে মোঃ জসিম উদ্দিনকে প্রধান আসামি করে আশুলিয়া থানায় ২৬ শে মে ২০২৫ইং একটি মামলা রুজ করা হয় যার মামলা নং ২৭। এ মামলায় আরো আসামি করা হয় মোঃ জসিম উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল মামুন ও স্ত্রী ফজিলা বেগম, ফজল হক, আবুল কাশেম সহ অজ্ঞাতনামা আরো ৫/৭ জন।
মামলাটি তদন্তে করছেন সাব ইন্সপেক্টর মোঃ জাহাঙ্গীর আলম। এ বিষয়ে ভুক্তভোগী আইনের প্রতি শ্রদ্ধা রেখে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ ছালেহ আহম্মেদ, বার্তা সম্পাদকঃ ইমরান হোসেন রুবেল
ঠিকানাঃ 166/22, ভাগলপুর, সাভার, ঢাকা-1343। যোগাযোগঃ 01642414393
Copyright © 2024 মাতৃ নিউজ :Matri News. All rights reserved.