নিজস্ব প্রতিবেদকঃ
আজ সাভারে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সাভার পৌরসভা কর্তৃক অনুমোদিত একমাত্র কোরবানির পশুর হাট এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) সকালে গেন্ডা পুকুরপার বালুর মাঠ এলাকায় এ কোরবানির পশুর হাটের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাভার উপজেলা নির্বাহী অফিসার ও সাভার পৌর সভার প্রশাসক মো: আবুবকর সরকার।
ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে, উক্ত অনুষ্ঠানে,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।
এসময় আরো উপস্থিত ছিলেন, হাটের ইজারাদার আতিকুর রহমান রাজু, ভিক্টোয়া স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও সাভার পৌর ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মনিবুর রহমান চম্পক।
এছাড়াও মোশারফ হোসেন মোল্লা, রাশেদুজ্জামান বাচ্চুসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে অতিথিবৃন্দরা পশুর হাটটি ঘুরে দেখেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ ছালেহ আহম্মেদ, বার্তা সম্পাদকঃ ইমরান হোসেন রুবেল
ঠিকানাঃ 166/22, ভাগলপুর, সাভার, ঢাকা-1343। যোগাযোগঃ 01642414393
Copyright © 2024 মাতৃ নিউজ :Matri News. All rights reserved.