দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন।

নিজস্ব প্রতিবেদকঃ মোঃ ছালেহ্ আহম্মেদ

দেশের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদ-উল-আযহার অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন। ০৬ই জুন রোজ শুক্রবার সকালে মাতৃ নিউজ প্রতিনিধির সাথে এক একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ঈদ হলো আনন্দ ঈদ মানেই খুশি। সারা পৃথিবীতে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজাহা সকলের জীবনে নিয়ে আসুক আনন্দের বার্তা। ঈদ উল আযহার এই দিনে প্রতিটি মানুষের কুরবানী হোক মহান আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে। তিনি আরো বলেন, শুধু পশু কোরবানী নয়, আমাদের মনের পশু কেউ কোরবানি দিতে হবে। কোরবানির মাধ্যমে জেগে উঠুক মানবতা, পারস্পরিক সম্প্রীতি। ধনী গরীব নির্বিশেষে সকল মুসলমান যেন ঈদের আনন্দ সমানভাবে ভাগাভাগি করে নেয়। পবিত্র ঈদ উল আজহার সুমহান ত্যাগের মহিমার এক অনন্য দৃষ্টান্ত। কোরবানীর মধ্য দিয়ে আল্লাহর প্রতি ত্যাগের মহান আদর্শ স্থাপিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *