
সাভারে বাড়ি দখল চেষ্টার মামলা তুলে না নেওয়ায় হামলা, আহত ৩
মো শান্ত খান, সাভার প্রতিনিধি :
ঢাকার সাভারে নিরীহ একটি পরিবারের ওপর কয়েকদফা হামলা চালিয়ে তাদের শেষ সম্বল বসতবাড়ি দখলের চেষ্টা চালিয়ে আসছে নিষিদ্ধ ঘোষিত সাভার পৌর আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ও কথিত সাংবাদিক মেহেদী হাসান মানিক ওরফে খামচি মানিকসহ তার সহযোগীরা। এই ঘটনায় প্রতিকার চেয়ে খামচি মানিকের কথিত আত্মীয় সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদাসহ অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবারটি। সেই মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করে আসছিল একটি মহল। এই মামলা তুলে না নেওয়ায় কয়েক দফা হুমকির পর ফের হামলা চালানো হয়েছে। এতে নারীসহ তিনজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতরা হলেন, ছালেহ আহমেদ(৪৫), তার বোন কামরুন নাহার(৪৮) ও স্ত্রী নাজমুন নাহার(৩৮)।
মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১১ টায় সাভার পৌর এলাকার দক্ষিণ দরিয়ারপুর ভাগলপুর এলাকায় ভুক্তভোগী পরিবারের বাড়িতে ঢুকে এই হামলার ঘটনা ঘটে। প্রাথমিক চিকিৎসা শেষে ভুক্তভোগী ছালেহ আহমেদ বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন, কথিত সাংবাদিক ও আওয়ামীলীগ নেতা মেহেদী হাসান মানিক ওরফে খামচি মানিক (৩৫), মুক্তার হোসেন (৩০) এবং আল আমিন (৫৫)। এছাড়াও আরো ৪ জনের নাম এজাহারে উল্লেখ করা হয়েছে।
জানা গেছে, গত ২৫ জুন ভুক্তভোগী পরিবারের বাড়ি দখলের চেষ্টা করা হয়। এছাড়াও গত ৫ জুলাই সকাল সাড়ে ১১ টায় সালেহ আহমেদের বোন কামরুন নাহারকে একা পেয়ে পিটিয়ে গুরুতর জখম করে মেহেদী হাসান মানিক ও তার বাহিনীর লোকজন। সেদিন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কামরুন নাহারকে উদ্ধার করে পুলিশ। তবে থানায় লিখিত অভিযোগ করলেও শান্তি- শৃঙ্খলা ও শান্তিপূর্ণ সহাবস্থানের শর্তে ওই ঘটনায় কোন মামলা করেনি ভুক্তভোগী পরিবারটি।
সরেজমিনে গেলে ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা জানান, সাংবাদিক ছালেহ আহমেদ ও তাঁর পরিবারের সদস্যরা পৈতৃক সূত্রে পাওয়া ৭.৩৪ শতাংশ জমির ওপর বাড়ি করে দীর্ঘ ৩৫ বছর যাবত ভোগদখল করে আসছেন। ছালেহ আহমেদের মা আঙ্গুর আক্তার ইসলাম ওই জমি ক্রয় সূত্রে মালিক হন। তিনি ২০১৪ সালে মারা যাওয়ার পর তার ৬ সন্তান বর্তমানে ওয়ারিশ সূত্রে মালিক। এলাকার প্রভাবশালী আওয়ামীলীগ নেতা ও কথিত সাংবাদিক মেহেদী হাসান মানিক ওরফে খামচি মানিক ও তার সহযোগীরা কয়েকদিন যাবত ওই সম্পত্তিতে থাকা বসতবাড়ি দখলের চেষ্টা করে আসছেন। গত ২৫ জুন সকালে অর্ধশতাধিক লোক ও দেশীয় অস্ত্র নিয়ে দখলের চেষ্টা করেন। ঠিক একই কায়দায় ৫ জুলাই সকাল সাড়ে ১১ টায় সেখানে অস্থায়ী টিনের চালা ঘর নির্মাণের চেষ্টা করেন তারা। বাধা দিলে ছালেহ আহমেদের বোন কামরুন নাহারকে পিটিয়ে গুরুতর জখম করে মেহেদী হাসান মানিক ও তার লোকজন। একই কায়দায় আজ হামলা চালায় তারা।
লোকমান চৌধুরী নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, তাদের ভোগদখলীয় এই সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলছে। এটি নিষ্পত্তির আগেই প্রতিপক্ষ মেহেদী হাসান মানিক ও তার লোকজন বেআইনিভাবে জমিতে প্রবেশ করে ঘর তুলতে গেলে ছালেহ আহমেদের পরিবার বাধা দেন। তখন মেহেদী তার দলবল নিয়ে হামলা চালালে নারীসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন।
ভুক্তভোগী ছালেহ আহমেদের ভাষ্য, গত ৫ জুলাই পুলিশ গিয়ে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও জমিটি দখলচেষ্টা অব্যাহত রেখেছেন মেহেদী হাসান মানিক ও তার লোকজন। গত ২৫ জুনের দখল চেষ্টার প্রথম ঘটনায় তার ভাই আজিজুল ইসলাম বাদী হয়ে মেহেদীর উপদেষ্টা নাজমুল হুদাসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। মামলা তুলে নিতে কয়েকদিন যাবত একটি মহল আমি এবং আমার পরিবারের ওপর চাপ প্রয়োগ করে আসছিল। মামলার তদন্ত শেষ না হতে পুনরায় তারা আজ আমাকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালিয়েছে।
এ ব্যাপারে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল বলেন, জমি দখলচেষ্টা ও হামলার ঘটনায় ছালেহ আহমেদ ও তার প্রতিপক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের তদন্ত শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।