
এস কে সুলতান, সাভার প্রতিনিধিঃ
সাভারে পূর্ব শত্রুতার জের ধরে মনছুর আলী (৪৫) নামে এক বিএনপি নেতাকে ছেচা জখম করা হয়েছে। আহত মনছুর আলী সাভার উপজেলার সাং- ওয়ার্ড নং ৪. ইউপি-বনগাঁও, -বেড়াইদ গ্রামের মৃত হাইমুদ্দিন এর ছেলে।
এ ঘটনায় বিএনপি নেতা মনছুর আলী বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১২ জনকে আসামী করে সাভার থানায় অভিযোগ দায়ের করেছেন।
আসামীরা হলেন, একই গ্রামের ০১। মোঃ শামীম (৫২), পিতাঃ লাব্বু মিয়া, ০২। সাইফুল (৩৫), পিতাঃ শাহজাল হক, ০৩। হিরু (৪৭), পিতাঃ লাব্বু মিয়া, ০৪। তসলিম (৫৪), পিতা-আব্দুল বারেক, ০৫। মজিবুর (৫৪), পিতাঃ মেঘু মিয়া, ০৬। মনির (৪০), পিতা-নুরু মিয়া, ০৭। সোহরাব মোল্লা (৫৮) পিতা মৃত আলী মোল্লা, ০৮। সলিমুল্লাহ (৬৫), পিতা-মৃতঃ মেঘু, ০৯। আসান উল্লাহ (৬০), পিতা-মৃত সাইজুদ্দিন, ১০। ইমু (৪৫), পিতা-দৈলদ, ১১। ফারুক (৪০), পিতা-দৈলদ, ১২। মোস্তফা (৫০), পিতাঃ কালু মিয়া, ১৩। নুহু (৪০), পিতা নজু মিয়া, ১৪। লাল চাঁন (৪২), পিতাঃ সধু মিয়া, ১৫। আনার আলী (৪০), পিতাঃ আমালত শিকদার, ১৬। রবি (৪৫), পিতাঃ মৃতঃ ইমান আলী,সহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জনের।
অভিযোগ সূত্রে জানা যায়, বিভিন্ন বিষয় নিয়া বিএনপি নেতা মনসুর আলীর সাথে পূর্ব শত্রুতা করিয়া আসিতেছিল। এমতাবস্থায় অদ্য ইং ২৬/০৭/২০২৫ তারিখ রাত্র অনুমান ০৮.০০ ঘটিকার সময় বিএনপি নেতা মনসুর আলী সাভার মডেল থানাধীন বেড়াইদ পূর্বপাড়া সাকিনস্থ দ্বীন ইসলাম এর বাড়ির সামনের রাস্তা দিয়া যাওয়ার সময় উক্ত বিবাদীগণ সহ আজ্ঞাতনামা ১০/১২ জন লোক পূর্ব শত্রুতার জের ধরিয়া বেআইনী জনতাবন্ধে আমার পথরোধ করিয়া আমার উপর আক্রমন করে। এক পর্যায়ে উক্ত বিবাদীগণরা আমার মাথা, নাক মুখ সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারী আঘাত করিয়া নীলাফোলা ও ছেচা জখম করে। আমার ডাকচিৎকার শুনিয়া আশেপাশের লোকজন আসিতে থাকিলে উক্ত বিবাদীগণরা আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদান করে। উক্ত বিবাদীগণরা আওয়ামীলিগের ক্যাডার বাহিনী। তাদের বিরুদ্ধে একাধিক মামলা মোকদ্দমা রহিয়াছে।
এ বিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা সাভার থানার ভবানীপুর ফাঁড়ির এসআই/ শহিদুজামান বলেন, অভিযোগ পেয়েছি । তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।