
নিজস্ব প্রতিবেদকঃ
পৈতৃক সম্পত্তির উত্তর পাশের ২৫ ফিট রাস্তাসহ ৫ বোনের উক্ত সম্পত্তি বেআইনি ভাবে জবর দখল করে রেখেছেন কফিল উদ্দিন ও বসির উদ্দিন দুই ভাই। কর্তৃক আহত হয়েছেন ভাগনে মোঃ আল-আমিন হোসেন।
মৃত মফিজ উদ্দিন এর রেখে যাওয়া সম্পত্তি ওয়ারিশ সূত্রে তার রাজকন্যা ও দুই পুত্র হন। সম্পত্তি আপসনামা বন্টন ও নকশায় জমির উত্তর পাশ দিয়ে ২৫ ফিট রাস্তা রেখে আমিন এর মাধ্যমে ভাগ বন্টন করা হয়। কিন্তু দীর্ঘদিন যাবত রাস্তাসহ ৫ বোনের উক্ত সম্পত্তি বেআইনি ভাবে জবর দখল করে রেখেছেন কফিল উদ্দিন ও বসির উদ্দিন দুই ভাই।
মৃত নানা মফিজ উদ্দিন এর ওয়ারিসি সম্পত্তি দখল চেষ্ঠায় বাধা দেওয়ায় আলামিনের উপর হামলার অভিযোগে তার মামা কফিল উদ্দিন ও বসির উদ্দিনের বিরুদ্ধে সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিভিন্ন সময় বৈঠকে কফিল উদ্দিন ও বসির উদ্দিনের বিরুদ্ধে প্রতারনাসহ ওয়ারিশদের জমি আত্মসাত করার চেষ্ঠার অভিযোগের বিষয়ে সালিশ ও মীমাংসা করা হলেও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মাদবরদের নির্দেশ অমান্য করে জবর দখল করে ভোগ করে আসছে কফিল উদ্দিন ও বসির উদ্দিন।
গতকাল বুধবার (৩০ জুলাই ) বিকাল ৫টায় এ অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তরা হলেন উলাইল কর্ণপাড়া মৃত মফিজ উদ্দিন এর ছেলে কফিল উদ্দিন (৫৬), ও বসির উদ্দিন (৪২)। অভিযোগে মোঃ আলামিন হোসেন বলেন, আমার মায়ের সাভার মডেল থানাধীন কর্ণপাড়া মৌজাস্থিত বি.আর এস খতিয়ান নং-১৭২, বি.আর,এস ১৩৮ নং দাগে মোট ৩৭.৩২ শতাংশ সম্পতি পৈত্রিক সূত্রে মালিক হয়ে ভোগ করে আসছিলাম। অভিযুক্তরা আমাদের জমি অবৈধ দাবিসহ বেদখল করার পায়তারা চালিয়ে আসছে।
গত বছরের ৫ আগস্টের পর রাতারাতি আওয়ামী লীগের খোলস পাল্টিয়ে তার মামা কফিল উদ্দিন ও বসির উদ্দিনের সাভারে ছাত্রদল ও যুবদলের দুই প্রভাবশালী নেতার ছত্রছায়ায় বিএনপি সেজে এসব অপর্কম শুরু করেন।
সাভার মডেল থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, মায়ের সম্পত্তির উত্তর পাশের ২৫ ফিট রাস্তাসহ উক্ত সম্পত্তি বেআইনি ভাবে জবর দখল করে রেখেছে। বিভিন্ন সময়ে তাদের এমন অনৈতিক কাজ কাজে বাধা দেওয়ায় বিবাদীরা আমাদের কথার কোন কর্ণপাত না করে আমাদেরকে বিভিন্ন প্রকার ভয়ভীতিসহ মিথ্যা মামলায় ফাসানোর হুমকী ধামকী দিয়ে আসিতেছে। আমরা একাধিকবার স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গদেরকে উক্ত ঘটনার বিষয়ে জানালে বিবাদীরা তাদেরো কথার কোন কর্ণপাত না করে আমাদের সহিত চরম বিরোধে জড়িয়ে পরে। এমতাবস্থায় গত সোমবার (২৮ জুলাই ) দুপুর অনুমানিক ১১.৩০ ঘটিকায় উল্লেখিত বিবাদীরাসহ আরও অজ্ঞাতনামা ৫/৬ জন বিবাদী বেআইনিভাবে আমার বাসায় এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং আমাকে এলোপাথারীভাবে কিল ঘুষি মারে। তখন আমরা পরিবারের লোকজন বিবাদীদের এমন কর্মাকান্ডের প্রতিবাদ করলে বিবাদীরা তাদেরকেও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং মারধর করার চেষ্টা করে। ঘটনার একপর্যায় বিবাদীরা আমাকে হুমকী দিয়ে বলে যে, তোরা যদি পরবর্তীতে উক্ত সম্পত্তিতে আসিস তাহলে আমরা তোদেরকেসহ তোদের পরিবারের লোকজনদেরকে প্রাণে মেরে ফেলবে বলে হুমকী ধামকী দিয়ে চলে যায়। বিবাদীদের এমন হুমকীতে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভূগছি।
এব্যাপারে অভিযুক্ত কফিল উদ্দিনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে, অভিযোগ মিথ্যা বলে তিনি জানান। তিনি আরো জানান তার ভাগিনা আল আমিনের সাথে তার সামনাসামনি দেখাই হয় না। সে আড়ালে অনেকের কাছে অনেক কিছুই বলে বেড়াচ্ছে।
সাভার মডেল থানার এসআই মোঃ জাকির আল আহসান বলেন, জমি জমার অভিযোগ কোটে নেয়। আমার এখান আসছে কিনা দেখতে হবে।