নিজস্ব প্রতিবেদকঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন লাইব্রেরি ভবনের চারতলা থেকে পড়ে মো. আরিফুল ইসলাম ( ১৯) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এই সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর মমিনুল করিম জানান যে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নির্দেশক্রমে প্রকল্প অফিস থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকবে মর্মে পত্র প্রদান করা হয়। কিন্তু পত্র পাওয়ার আগে যেসব ঢালাই কাজ সম্পূর্ণ হয়েছিলো সেগুলোর মাঝে মাঝে রুটিন ওর্য়াক ও কিউরিং করার জন্য আমাদের লোকজন ছিলো । নতুন ভাবে কাজ বন্ধ ছিল কিন্তু হঠাৎ করে শুক্রবার সকাল নয়টার দিকে নিহত ওই শ্রমিক অসাবধানতাবশতয় চারতলার লিফটের ফাকা অংশ থেকে নিচে পড়ে যায়। পরে তাৎক্ষনিক অন্য শ্রমিক ও সুপারভাইজার দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেডিক্যালে নেওয়া হয় ও পরে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এনাম মেডিকেলের পরামর্শ মোতাবেক বিকেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। প্রকল্প কাজ বন্ধের নির্দেশনা থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় এবং লাইব্রেরি নির্মানের কোয়ালিটি কন্ট্রোল করার স্বার্থে কিউরিং আমাদের কোম্পানীর পক্ষ চলমান থাকে, যা আমাদের উচিত হয়নি। কিন্তু কোয়ালিটি কন্ট্রোলের স্বার্থে কিউরিং করতে হয়েছে। তবে চারতলায় আমাদের কোন কাজ চলমান ছিলনা। শুধুমাত্র কিউরিং চালু অবস্থায় দূর্ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করছি ও দায়ভার স্বীকার করছি। মানবতাকে বিবেচনায় নিয়ে নিহতের পরিবারকে লেবার রুলস ফলো করে প্রয়োজনীয় সহায়তা করার সকল ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে কোম্পানীর পক্ষ থেকে জানাচ্ছি এবং আজ সেখানে নিহতের রুহের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। অকাল এই মৃত্যুতে কোম্পানিও শোকাহত।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ ছালেহ আহম্মেদ, বার্তা সম্পাদকঃ ইমরান হোসেন রুবেল
ঠিকানাঃ 166/22, ভাগলপুর, সাভার, ঢাকা-1343। যোগাযোগঃ 01642414393
Copyright © 2024 মাতৃ নিউজ :Matri News. All rights reserved.