মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধিঃ
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য এবং জনগণকে সচেতন করার উদ্দেশ্যে সাভারের বনগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডে (সাধাপুর, কাজীপাড়া ) স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান।হাজী মোহাম্মদ নূর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আরিফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সাভার থানা ছাত্রদল শওকত হোসেন খোকন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাভার থানা জিয়া মঞ্চের সাবেক সদস্য সচিব, মোঃ জাকির হোসেন,ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক মেহফুজুল আলম সাগর, বনগাও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসিবুর রহমান রনি, জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনসুর আহমেদ মুন্নাসহ স্থানীয় বিএনপি যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ও স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।উক্ত উঠান বৈঠক উপস্থিত সকলের নিকট তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।
উঠান বৈঠকে ঢাকা-১৯ আসনের মনোনয়নপ্রত্যাশী
ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই অঞ্চলের প্রান্তিক জনগণকে বিএনপির কর্মসূচি সম্পর্কে অবহিত ও জনমত গঠনের লক্ষ্যে এই কর্মসূচি শুরু হয়েছে।বনগাঁও ইউনিয়নের সাধাপুর গ্রামের সাধারণ মানুষের বাড়ির উঠানে গিয়ে এই বৈঠক করা হচ্ছে। উঠান বৈঠকের উদ্দেশ্য শুধু জনগণের কাছে নির্বাচনের প্রচারণা নয়, এর মাধ্যমে আমরা প্রান্তিক জনগোষ্ঠীর শিকড়ে যেতে চাই।
তিনি বলেন, বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা ভোগ করতে হলে দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের কোনো বিকল্প নেই। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পাশে থেকে ধানের শীষ প্রতীককে বিজয়ের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করে নিরাপদে থাকার জন্য, সাধারণ জনগণের জীবনমানের উন্নয়নের জন্য। বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার মাধ্যমে তারেক রহমানের নির্দেশনায় আমরা সে লক্ষ্যে কাজ করছি। জিয়াউর রহমান যেভাবে রাষ্ট্র সংস্কারের জন্য ১৯ দফা বাস্তবায়ন করে ও নিজে সাধারণ মানুষের সঙ্গে থেকে রাষ্ট্র মেরামত করেছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ ছালেহ আহম্মেদ, বার্তা সম্পাদকঃ ইমরান হোসেন রুবেল
ঠিকানাঃ 166/22, ভাগলপুর, সাভার, ঢাকা-1343। যোগাযোগঃ 01642414393
Copyright © 2024 মাতৃ নিউজ :Matri News. All rights reserved.