
মেহেদী হাসানের প্রতি দেশ টেলিভিশনের সংবাদ প্রত্যাহার: বিএনপি নেতার কৃতজ্ঞতা ও হলুদ সাংবাদিকতার নিন্দা
সাভার প্রতিনিধি
বিএনপির একজন স্থানীয় নেতা মেহেদী হাসান সম্প্রতি দেশ টেলিভিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এক ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদের বিরুদ্ধে তার প্রতিবাদের পর চ্যানেলটি সেই সংবাদটি সরিয়ে নেয়। এই প্রেক্ষাপটে তিনি দেশ টেলিভিশনের এমন পদক্ষেপকে “সাহসী ও পেশাদারিত্বপূর্ণ” বলে মন্তব্য করেন।
এক বিবৃতিতে মেহেদী হাসান বলেন, “আমার ও আমার পরিবারের বিরুদ্ধে একটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশনের মাধ্যমে যে অপচেষ্টা চালানো হয়েছিল, তা সরিয়ে নেওয়ায় আমি দেশ টেলিভিশনের কাছে কৃতজ্ঞ।”
তিনি আরও অভিযোগ করেন, “কিছু হলুদ সাংবাদিক ও রাজনৈতিকভাবে প্রভাবিত মিডিয়া কর্মী দীর্ঘদিন ধরে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের টার্গেট করে জনমনে নেতিবাচক ধারণা তৈরির চেষ্টা করছে। এসব কর্মকাণ্ড প্রকৃত গণতন্ত্রের পথে বড় বাধা।”
মেহেদী হাসান দেশ টেলিভিশনসহ সব গণমাধ্যমকে অনুরোধ জানিয়েছেন, যেন ভবিষ্যতে এ ধরনের মিথ্যা, বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের আগে আরো সতর্কতা অবলম্বন করা হয়। একইসঙ্গে যারা এসব উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ তৈরির পেছনে রয়েছে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।
তিনি আশা প্রকাশ করেন, দেশ টেলিভিশন আগামী দিনগুলোতেও সত্য, ন্যায় এবং নিরপেক্ষতার মানদণ্ড বজায় রেখে সংবাদ পরিবেশন করে যাবে।