সাভারে মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা কলেজে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

সাভারের মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা কলেজের আয়োজনে এক অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের পারস্পরিক যোগাযোগ জোরদার করতেই এই আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজাদ খান। তিনি বলেন, “নারী শিক্ষার অগ্রযাত্রায় এমন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবদান অনস্বীকার্য। শিক্ষা প্রতিষ্ঠান এবং অভিভাবকদের যৌথ উদ্যোগেই শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে উঠবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু বকর সরকার, সাভার সরকারি কলেজের অধ্যাপক মো. জহিরুল ইসলাম এবং কলেজের প্রতিষ্ঠাতা খায়রুল আলম চাকলাদার।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা ও বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। অভিভাবকরা শিক্ষার্থীদের উন্নয়নে নানা পরামর্শ প্রদান করেন এবং শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।

সমাবেশে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *