সাংবাদিক শরিফুল ইসলাম শরিফকে ‘সাউথ এশিয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’

মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি

সাংবাদিকতার অঙ্গনে বিশেষ অবদান রাখায় সিনিয়র সাংবাদিক শরিফুল ইসলাম শরিফ ‘সাউথ এশিয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ এ ভূষিত হয়েছেন। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে মনোনীত গুণীজনদের মধ্য থেকে তাঁকে এই সম্মাননা প্রদান করেছে ‘সাউথ এশিয়ান সোশ্যাল কালচারাল ফোরাম’।

সম্মাননা অর্জনের প্রতিক্রিয়ায় সাংবাদিক শরীফ বলেন,
“এই স্বীকৃতি আমার জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। আমার কাজের মূল্যায়ন করায় আমি সাউথ এশিয়ান সোশ্যাল কালচারাল ফোরামকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই সম্মাননা আমাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে পেশাগত ভূমিকা পালনে অনুপ্রাণিত করবে।”

শরিফুল ইসলাম শরীফ দীর্ঘদিন ধরে জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তাঁর বস্তুনিষ্ঠতা, সাহসিকতা এবং সামাজিক দায়বদ্ধতা প্রশংসিত হয়েছে সহকর্মীদের মধ্যেও।

বিশেষ করে দেশের নানা সময়ে ঘটে যাওয়া ছাত্র আন্দোলনের সময়গুলোতে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত সাহসিকতাপূর্ণ। আন্দোলনের উত্তপ্ত মুহূর্তে তিনি জীবনের ঝুঁকি নিয়ে ময়দানে থেকে সংবাদ সংগ্রহ ও সম্প্রচারে যুক্ত ছিলেন। এসব আন্দোলনের ভেতর থেকেই উঠে এসেছে অনেক গণমানুষের সত্য, যা পরবর্তীতে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনার সৃষ্টি করেছে।

তাঁর এই নির্ভীক সাংবাদিকতা তরুণ প্রজন্মের কাছে একটি অনুকরণীয় দৃষ্টান্ত। সাংবাদিক শরীফ বিশ্বাস করেন, গণমাধ্যম শুধু তথ্য জানানোর মাধ্যম নয়, বরং এটি একটি শক্তিশালী সামাজিক হাতিয়ার, যা পরিবর্তন এনে দিতে পারে সমাজে।

‘সাউথ এশিয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রতি বছর দক্ষিণ এশিয়ার সাংবাদিকতা, শিক্ষা, সংস্কৃতি, সমাজসেবা, স্বাস্থ্যসহ নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা জানিয়ে থাকে।

এই অর্জন শুধুমাত্র শরীফুল ইসলাম শরীফের নয়, এটি বাংলাদেশের সাংবাদিকতা অঙ্গনের জন্যও এক গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *