
মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি
সাভারের কর্ণপাড়া এলাকার আলোচিত ‘দি রয়েল সিটি’ প্রকল্পে জমি কেলেঙ্কারির অভিযোগ তুলেছেন মোঃ আল-আমিন হোসেন। তিনি দাবি করেছেন, তাঁর মালিকানাধীন ৩.৫ শতাংশ জমি ৪ আগস্ট ২০২৫ তারিখে অস্পষ্ট ও অনৈতিকভাবে দখল বা কেনা হয়েছে, এবং এখনও পর্যন্ত তাকে সঠিক মূল্য জানানো হয়নি।
আল-আমিন হোসেন জানান, “পাশের জমিগুলোর প্রতি শতাংশের দাম ৩৩ লাখ টাকা হলেও আমার জমির ক্ষেত্রে কী পরিমাণ টাকা দেওয়া হয়েছে, তা আমাকে জানানো হয়নি। যারা এই লেনদেনে জড়িত, প্রত্যেকের বিরুদ্ধে মামলা দায়ের করবো। আমি কাউকে কোনো বক্তব্য দেইনি, কারণ আমি বিচার চেয়েছি – না পেলে সরাসরি আইনি ও সাংগঠনিক পদক্ষেপ নেব।”
তিনি আরও বলেন, “আমি ১৭ বছর রাজপথে ছিলাম, মামলা-হামলা ও জেলও খেটেছি। কিন্তু কারো কাছে মাথানত করিনি। যদি ৫ তারিখের মধ্যে এর সুষ্ঠু সমাধান না আসে, তাহলে আমি সাভার বা কেন্দ্রীয় পর্যায়ে সংবাদ সম্মেলন করবো এবং দালালদের নাম-পরিচয় ও ছবি প্রকাশ করবো।”
তিনি অভিযোগ করেন, কিছু স্থানীয় দালাল ও রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি এই অন্যায়ের সঙ্গে জড়িত এবং তাকে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। তিনি এই হুমকির প্রতিবাদ জানিয়েছেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন।
আল-আমিন হোসেন জানিয়েছেন, তিনি সাভারের বিএনপির সিনিয়র নেতাদের কাছেও বিচার চেয়েছেন। অন্যথায় তিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সংবাদমাধ্যমের কাছে সরাসরি যাবেন।
শেষ কথা:
“আমি এখনো শান্ত আছি, কিন্তু কেউ যদি মনে করে হুমকি দিয়ে থামিয়ে রাখা যাবে – তাহলে তারা ভুল করছে। প্রতিটা দালাল, প্রতিটা কাগজ, প্রতিটা নাম আমি সামনে আনবো।”