
সাভার(ঢাকা)প্রতিনিধি:
ঢাকার সাভারে এক মাংস ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। শুধু তাই নয়, এ সময় তারা ব্যবসায়ীর কাছ থেকে নগদ অর্থ এবং দুটি গরুও লুট করে নিয়ে যায়। বর্তমানে গুরুতর আহত ব্যবসায়ী আয়নাল হোসেন সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা গেছে, কর্মচারীকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এই হামলার ঘটনা ঘটে। শুক্রবার রাতে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে হামলে পড়ে আয়নাল হোসেনের ওপর। একের পর এক কোপে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করে।
ভুক্তভোগীর ভাই হায়দার আলী জানান, এ ঘটনায় তারা ভীষণ আতঙ্কে আছেন। তিনি বলেন,“আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে দু’দফা হামলা চালানো হয়। এরপর নগদ ৫ লাখ টাকা ও প্রায় ২ লাখ ৮০ হাজার টাকার দুটি গরু লুট করে নেয় শুকুর আলী ও তার দলবল। আমরা পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
আহতের আরেক ভাই ইমরান হোসেনও দাবি করেন, স্থানীয় প্রভাবশালী সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরেই এলাকায় দাপট দেখিয়ে আসছে। তাদের ভয়ে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পায় না।
এ ঘটনায় হায়দার আলী বাদী হয়ে শুকুর আলী, ইয়াছিন, নিপু, সাগর ও ওমরসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে সাভার থানায় মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন,“ঘটনার তদন্ত চলছে। আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।”
স্থানীয়রা জানান,এ ধরণের হামলা ও লুটের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।