শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি | মাতৃ নিউজ
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ১১ টায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার জনাব কাউছার আহমেদ। সভায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত আগস্ট -২০২৫ মাসিক প্রতিবেদন পেশ করেন কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) মো.জাফর আলী খান। সভায় মাসিক অপরাধ বিষয়ক প্রতিবেদন সূত্রে প্রকাশ : দস্যুতা -২,খুন -১, ধর্ষণ -৫, অপহরণ -১, চুরি - ১, সড়ক দুর্ঘটনা - ৫, অপমৃত্যু - ১২, মাদকদ্রব্য -১৬, অন্যান্য মামলা - ১৯, রুজুকৃত মোট মামলা -৫১, গ্রেফতারকৃত আসামির সংখ্যা -৫১, নিয়মিত মোট মামলা -- ৬৩।
সাম্প্রতিক উপজেলায় ছিনতাই ও মাদকাসক্তির সংখ্যা দিন দিন বৃদ্ধি ও দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য আলোচনা করা হয় । সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার কাউসার আহমেদ সার্বিক দিকনির্দেশনামূলক বক্তব্য সহ আসন্ন শারদীয় সার্বজনীন দুর্গাপূজা পালন উপলক্ষে সার্বিক নিরাপত্তার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করার কথা জানান। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) মো. জাফর আলী খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান হোসেন হান্নান, মডেল প্রেসক্লাবের সভাপতি ইমারত হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর প্রমুখ। অনুষ্ঠান উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ সহ সরকারি বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি,শিক্ষক প্রতিনিধি, অন্যান্য প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ ছালেহ আহম্মেদ,
ঠিকানাঃ 166/22, ভাগলপুর, সাভার, ঢাকা-1343। যোগাযোগঃ 01642414393
Copyright © 2024 মাতৃ নিউজ :Matri News. All rights reserved.