শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি | মাতৃ নিউজ
গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকার আমবাগ নজরদিঘী স্কুলের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতরাতে হঠাৎ করেই এ অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঝুটের গোডাউনগুলোতে। এতে প্রায় ১০ থেকে ১৫টি গোডাউন সম্পূর্ণ ভস্মীভূত হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ ঘটনায় প্রায় ৪ থেকে ৫ কোটি টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গেই প্রচণ্ড ধোঁয়া ও তাপে চারপাশে আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টানা কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, আগুনের সূত্রপাতের কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, কোটি টাকার পণ্য একসঙ্গে পুড়ে ছাই হয়ে গেছে। এতে তারা চরম ক্ষতির মুখে পড়েছেন এবং এই ক্ষতি সহজে পূরণ করা সম্ভব নয়। তারা সরকারের কাছে পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
অগ্নিকাণ্ডের ঘটনায় গোটা এলাকায় শোক ও হতাশার ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন শুরু করেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ ছালেহ আহম্মেদ,
ঠিকানাঃ 166/22, ভাগলপুর, সাভার, ঢাকা-1343। যোগাযোগঃ 01642414393
Copyright © 2024 মাতৃ নিউজ :Matri News. All rights reserved.