নিজস্ব প্রতিবেদকঃ
সাভারের আমিনবাজার ইউনিয়ন পরিষদে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চাউল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ অক্টোবর ২০২৫) সকালে আমিনবাজার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রম পরিচালনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে দুস্থদের মাঝে চাউল বিতরণ করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ রিয়াজউদ্দিন ফালান।
এ সময় সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাহজাহান, উপসহকারী কৃষি কর্মকর্তা নুরজাহান, ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্যবৃন্দ এবং গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
চাউল বিতরণ কার্যক্রমে ৭০ জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রত্যেককে ৩০ কেজি করে চাউল প্রদান করা হয়।
স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে সহায়ক ভূমিকা রাখছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ ছালেহ আহম্মেদ,
ঠিকানাঃ 166/22, ভাগলপুর, সাভার, ঢাকা-1343। যোগাযোগঃ 01642414393
Copyright © 2024 মাতৃ নিউজ :Matri News. All rights reserved.