মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তারাপুর সাভার সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আয়োজিত আলোচনা সভায় শক্তিশালী উপস্থিতি দেখিয়ে দারুণ আলোচনায় আসেন সাভার পৌর যুবদলের নেতা মোহাম্মদ নাইদুল ইসলাম নাহিদ।
দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু—বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী—এর সমর্থনে নাহিদের নেতৃত্বে হাজার হাজার যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মী মিছিলসহকারে সমাবেশে যোগ দেন। নাহিদের নেতৃত্বে বিশাল শোডাউনটি পুরো তারাপুর এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
যুবদল নেতা মোহাম্মদ নাইদুল ইসলাম নাহিদ বলেন,৭ নভেম্বর আমাদের গৌরবের দিন। এ দিনে সৈনিক ও জনতা এক হয়েছিল দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায়। আজ আবার সেই চেতনা নিয়ে আমরা মাঠে নেমেছি। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধ।
তিনি বলেন,সাভার থেকে আমরা দেখিয়ে দিতে চাই, বিএনপি ও যুবদল এখনো জনগণের দল। আমরা ভয় পাই না—জনগণের শক্তিই আমাদের সাহস।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। তিনি যুবদলসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
দিনব্যাপী এই সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ ছালেহ আহম্মেদ, বার্তা সম্পাদকঃ ইমরান হোসেন রুবেল
ঠিকানাঃ 166/22, ভাগলপুর, সাভার, ঢাকা-1343। যোগাযোগঃ 01642414393
Copyright © 2024 মাতৃ নিউজ :Matri News. All rights reserved.