এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণদের ছাত্রদল নেতা সোহাগ এর শুভেচ্ছা 

মোহাম্মদ শান্ত খান বিশেষ প্রতিনিধি

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাভার পৌর ছাত্রদল নেতা শহিদুল ইসলাম সোহাগ । আর যারা উত্তীর্ণ হতে পারেনি তাদের ধৈর্য ধরে মনোযোগ সহকারে পুনরায় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার গণমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি। পাশাপাশি যারা উত্তীর্ণ হতে পারেনি তাদের ধৈর্য ধরে মনোযোগ সহকারে পুনরায় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, তোমাদের মেধা-মননের সবটুকু উজাড় করে দিয়ে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলবে এবং আগামীতে দেশ পরিচালনার জন্য নিজেদের যোগ্য করে প্রস্তুত করবে— এই প্রত্যাশা করছি। আজকের তরুণেরাই দেশের ভবিষ্যৎ। আজকের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণরাই আগামীদিনে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে, তরুণ প্রজন্ম রাজনীতি বিমুখতার বদলে রাজনীতি সচেতন হয়ে উঠবে, স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে দেশীয় ও আধিপত্যবাদী ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধভাবে রুখে দেবে, তাদের হাত ধরেই বাংলাদেশ বিশ্বদরবারে মর্যাদাপূর্ণ আসনে অধিষ্ঠিত হবে, এটাই আজকের দিনে গণমানুষের প্রত্যাশা, আমাদেরও প্রত্যাশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *