সাভার পরিচ্ছন্ন করার অভিযানে সুইপার জনকল্যাণ সংগঠন

সাভার প্রতিনিধি

পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে” এই স্লোগানকে সামনে রেখে সুইপার জনকল্যাণ সংগঠন টিমের সদস্যদের উদ্যোগে ‘পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার বিকাল ৪ টায় নবীনগর থেকে শুরু করে জিরানী পর্যন্ত সুইপার জনকল্যাণ এ সংগঠনের উদ্যােগে পরিস্কার-পরিচ্ছন্ন কার্যক্রম সম্পন্ন করা হয়।

সুইপার জনকল্যাণ সংগঠন সভাপতির মোঃ সুলতান শেখ বলেন, আমাদের পুরো টিম সাভারের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আর্বজনা পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে একটি সুন্দর ও পরিচ্ছন্ন হিসেবে এখানকার এলাকাবাসীকে উপহার দিতে সক্ষম হয়েছে। দেশটা আমাদের, পরিষ্কার রাখার দায়িত্বও আমাদের। তাই এখনই পরিহার করুন যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার বদ-অভ্যাস।

তারুণ্য জেগেছে ময়লা তুলছে, নিশ্চয়ই আমার দেশ হবে পরিষ্কার। আমরা পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন দেখি। আমরা এটাই আশা করি, একদিন বাংলাদেশ পরিচ্ছন্ন হবে।

এসময় উপস্থিত ছিলেন, সেক্রেটারির নাম মোঃ আলী আজগর ও অন্যান্য সদস্যরা।

জনসাধারণের মধ্যে পরিচ্ছন্নতার এবং যত্রতত্র ময়লা ফেলা বন্ধে সচেতনতা তৈরি করে সংগঠনটি। সংগঠনের সদস্যরা প্রতি বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *