সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ৪

এস কে সুলতান, সাভার প্রতিনিধিঃ

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে এক নারীসহ চার মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৪’শ পিস ইয়াবা ও ৫’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। শুক্রবার (২৫ জুলাই) বেলা ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন। এর আগে, ঢাকার আশুলিয়ার পূর্ব ডেন্ডাবর, কবিরপুরের বুড়িরটেক ও ধামরাইয়ের কাওয়ালী পাড়ার হাজীপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- নওগাঁ জেলার পত্নীতলা থানার মধইল এলাকার মৃত হাফিজ উদ্দিন সরকারের ছেলে মো. আবুল কালাম (৫৬), জামালপুর জেলার সদর থানার নন্দী বাজার এলাকার মৃত মকবুল হোসেনের মেয়ে ফজিলা বেগম (৩৫), ঢাকা জেলার ধামরাই থানার হাজীপুর এলাকার মৃত আব্দুর রউফের ছেলে মো. আলমগীর হোসেন (৩৮) এবং একই এলাকার মৃত লাল মিয়ার ছেলে মো. কাউসার মিয়া (৩২)।

ডিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ পূর্ব ডেন্ডাবর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবুল কালাম নামের এক মাদক কারবারিকে ৩’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

এছাড়া বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার কবিরপুর বুড়িরটেক এলাকায় অভিযান চালিয়ে ফজিলা বেগম নামের এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপরদিকে বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে ধামরাইয়ের কাওয়ালী পাড়ার হাজিপুর এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক কারবারি আলমগীর হোসেন ও কাউসার মিয়াকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পৃথক তিনটি অভিযানে এক নারীসহ চার মাদক কারবারিকে আটক করা হয়েছে। উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া ও ধামরাই থানায় পৃথক তিনটি মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *