
এম শাহরিয়ার তাজ, বিশেষ প্রতিনিধিঃ
আজ খুলনা মহানগরীর দৌলতপুর থানা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত আজ ২৯ জুলাই’২৪ (মঙ্গলবার) থানা কার্যালয়ে দৌলতপুর থানা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মৃদুলের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাজ্জাদ হোসেন রিপ্পির সঞ্চলনায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের সুস্থতায় কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম মুর্শিদ কামাল, দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোঃ ইমাম হোসেন, জাসাস খুলনা মহানগর আহবায়ক ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম বাচ্চু, থানা শ্রমিক দলের সভাপতি আরব আলী সরদার, ৫নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক আব্দুর রাজ্জাক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৌলতপুর থানা ছাত্র দলের সাবেক আহবায়ক আল আমিন লিটন, দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রবিউল ইসলাম।এছাড়া উপস্থিত থানা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মেহেদী হাসান, যুগ্ন আহবায়ক সিজান চৌধুরি, দপ্তর সম্পাদক ফরহাদ হোসেন, সদস্য রাকিব,রিয়াজ, তানভির, মেহেরাব, আল আমিন, আরাফাত প্রমুখ নেতৃবৃন্দ।