
নিজস্ব প্রতিবেদকঃ
সাভারের জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে বে-সরকারি ভূমিসেবা সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে। সাভার উপজেলায় প্রথম ও একমাত্র ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু করেছে সহায়তাকারী প্রতিষ্ঠান অনলাইন জোন। ভূমি মন্ত্রণালয়ের অধীন সাভার ভূমি অফিসের পরিচালিত নাগরিক ভূমিসেবা কেন্দ্রের আদলে নাগরিকবান্ধব এ ভূমিসেবা সহায়তা কেন্দ্র ৪ঠা আগস্ট ২০২৫ ইং রোজ সোমবার দুপুরে উদ্বোধন করা হয়। এই সকল সেবা কেন্দ্র থেকে নাগরিকগণ একটি নির্দিষ্ট সার্ভিস চার্জের বিনিময়ে ভূমি সেবার আবেদনসমূহ অনলাইনে দাখিল করতে পারবেন।
সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলাম ও সাভার ভূমি অফিসের সহকারী কর্মকর্তা (ভূমি) মোঃ জিয়া উদ্দিন মাহমুদ এর উপস্থিতিতে অনলাইন জোন অফিসে এই বে-সরকারি ‘ভূমিসেবা সহায়তা কেন্দ্র’ উদ্বোধন করেন।
যেসকল নাগরিক নিজে আবেদন করার ক্ষেত্রে জটিলতায় পরেন বা প্রয়োজনীয় সক্ষমতা থাকে না, তারা তৃতীয় কোনো পক্ষের সহায়তা নিতে গিয়ে যেন কোন রকম হয়রানির শিকার না হন, সে লক্ষ্য নিয়ে ভূমি মন্ত্রণালয়ের তদারকীর অধীনে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের অনুমোদন সাপেক্ষে এই সকল বেসরকারি ভূমিসেবা কেন্দ্রগুলো ভূমিসেবা প্রদান করবে।
প্রাথমিকভাবে এইসকল কেন্দ্র থেকে নাগরিকগণ সরকার নির্ধারিত স্বল্পমূল্যের ফি প্রদান করে ভূমি উন্নয়ন কর, মিউটেশন, খতিয়ান ও জমির নকশা প্রাপ্তির আবেদন করতে পারবেন। জনবান্ধব, হয়রানিমুক্ত সেবা প্রদানের অংশ হিসেবে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্র ইনচার্জ মোঃ ওমর ফারুক (সুজন), সার্বিক পরিচালক,আল-আমিন (সজিব) সহ ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় ব্যক্তিবর্গ।