জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সাভারে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।

মোহাম্মদ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধিঃ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে রেড ক্রিসেন্ট সোসাইটি সাভার শাখার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে সাভার মডেল মসজিদে এ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।
এসময় উপস্থিত ছিলেন পৌর ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপি নেতা খান মজলিশ বাবু, ঢাকা জেলা উলামা দলের মাঈনুদ্দিন মুন্না ও পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমসহ আরো অনেকে।
লায়ন মোঃ খোরশেদ আলম বলেন, জুলাই গণ-অভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে সকল শহীদের স্মারণে এই কর্মসূচি আয়োজন করা হয়। জুলাই গণঅভ্যুত্থান দিবসে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই বিপ্লবে শহিদ, আহত ও নিপীড়নের শিকার সকল সাহসী তরুণ-তরুণীকে, যাদের ত্যাগেই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্টকে ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *