সাভারের ধামসোনা ইউনিয়ন পরিষদে উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

সাভারের ধামসোনা ইউনিয়ন পরিষদে উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

ধামসোনা ইউনিয়ন পরিষদের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও ধামসোনা ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদা আক্তার জাহান।

সভায় ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, চলমান প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত অতিথিরা স্থানীয় জনগণের চাহিদা ও সমস্যা চিহ্নিত করে সমাধানের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অত্র ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ সহ পরিষদের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ডের মেম্বার ও মহিলা মেম্বারগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *