সাভারে বিএনপি নেতাদের মধ্যে কোন গ্রুপিং নেই: আলহাজ্ব কফিল উদ্দিন

বিশেষ প্রতিনিধি : মুজাহিদ খাঁন কাওছার

সাভারের বিএনপি নেতাদের মধ্যে কোন গ্রুপিং নেই। আমরা আগেও এক সাথে আন্দোলন সংগ্রাম করেছি, এখনও এক সাথে আছি, ভবিষ্যতে এক সাথে রাজনীতি চালিয়ে যাবো। আমাদের ভিতরে কোন মতভেদ নেই। রবিবার বিকেলে সাভারের আমিন বাজারে একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পরিবহন ব্যবসায়ী এবং ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব কফিল উদ্দিন বলেন এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন- আমার নাম বলে দলীয় নেতা-কর্মী, আত্বীয় স্বজন আমিনবাজারে চাঁদাবাজি করলে ধরিয়ে দিবেন। যারা চাঁদাবাজি করে তাদের কোন দল নেই। আমি চাঁদা খাই না, চাঁদা দিবও না। গত ১৬ বছরের জন্জাল ২০ দিনে শেষ হবে না। ১৫ বছর আমরা আপনাদের সাথে দেখা সাক্ষাত করতে পারি নি। পালিয়ে বেড়াইছি। ছাত্রদের আন্দোলনে ২য় স্বাধীনতা রক্ষা করতে হবে এবং তা ধরে রাখতে হবে। সাভার চাই জমি দখলমুক্ত, মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত। এদিকে তিনি গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আহত সাংবাদিক সৈয়দ হাসিবকে ৫০ হাজার টাকা ও সাভার প্রেস ক্লাবের অফিস সহকারীকে ৫০ হাজার টাকা চিকিৎসার জন্য অনুদানের প্রতিশ্রুতি দেন। এছাড়া একই দিনে সাভার প্রেসক্লাবে হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটা পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।এসময় তিনি আরো বলেন হানিফ পরিবহনে যারা সাভার থেকে দেশের যে কোন প্রান্তে যাবে তাদের জন্যে বাস ভাড়া কমিয়ে দেওয়া হবে।এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ আমজাদ হোসেন, আমিনবাজার ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, আমিনবাজার বিএনপি সেক্রেটারী মোহাম্মদ হোসেন, বিএনপি নেতা শাহীনুল ইসলাম প্রমূখ। ও বিএনপির আরো অন্যান্য নেতা কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *