চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল এগারোটায় চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশন অডিটোরিয়ামে অনুষ্ঠিত মাসিক সাধারণ সভায় এসোসিয়েশনের চেয়ারম্যান ও দৈনিক আমার সংগ্রাম পত্রিকার ভোলাহাট উপজেলা প্রতিনিধি, রবিউল ইসলামের সভাপতিত্বে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের ভাইস-চেয়ারম্যান ও দৈনিক খোলা কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি, আক্তারুজ্জামান ঈসা, এসোসিয়েশনের মহাসচিব ও দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি, মোঃ শাহীন আকতার, এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার জেলা প্রতিনিধি, রিপন আলী, এসোসিয়েশনের সদস্য ও দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার জেলা প্রতিনিধি ইমাম হাসান জুয়েল, সদস্য আবুল কাশেম, খাইরুল ইসলাম, গোলাম জাকারিয়া, বুলবুল আহমেদ সুলতান প্রমূখ উপস্থিত ছিলেন।

এসময়  সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী ও নিয়ে আলোচনা, ফেসবুক পেজ এবং নতুন সদস্য অন্তর্ভুক্ত করা সহ সংগঠন কাঠামোর ভিত মজবুত করতে, ও সংগঠনকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন সংগঠনের সদস্যরা।

সভা শেষে সকলের মতামত নিয়ে আগামী ২৫ সে সেপ্টেম্বর এসোসিয়েশনের প্রতিষ্ঠা বার্ষিকী দিন ধার্য করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *