বীরগঞ্জে বর্জ্রপাত প্রতিরোধে শিশুদের সংগ্রাম!

উদয় রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড ধুলোট গ্রামে রুপান্তর ইম্প্যাক্ট প্লাস ক্লাবের নিজ উদ্যেগে বজ্রপাত থেকে মুক্তি পাওয়ার জন্য  রাস্তায় দু পাশ দিয়ে তাল বীজ রোপন কর্মসূচি বাস্তবায়ন করে।

শিশুরা  ক্লাবে আসে বয়স উপযোগী শিক্ষা গ্রহণ করে এবং সমাজের ছোট ছোট সমস্যা খুজে বের করে সমাধানের চেষ্টা করে পাশাপাশি সামাজিক উদ্যেগ গ্রহণ করে থাকে।

ঠিক তেমনি প্রকৃতির সাথে তালমিলিয়ে তারা লক্ষ্য করছে ইদানিং গত সেপ্টেম্বরে একদিনে  বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়। তাই ক্লাবের সকল সদস্য মিলে তাল বীজ রোপন সিদ্ধান্ত নেয়।

আজকে শিশুরা প্রায় ২ কি:মি রাস্তার, দু পাশ দিয়ে আড়াইশ  তাল বীজ রোপন করছে বলে জানায় রুপান্তর ইম্প্যাক্ট প্লাস ক্লাবের সভাপতি জনাব, টুলটুল রায়। তিনি আরো বলেন আমরা ২ কি:মি রাস্তা তাল বীজ রোপন করার পাশাপাশি গ্রামের সকলকে বাড়ির পাশে একটি করে তাল বীজ রোপন করার  জন্য উৎসাহিত করবো যাতে বজ্রপাতে কারো মৃত্যু না হয়।

বজ্রপাত থেকে বাচঁতে হলে তাল বীজ রোপনের বিকল্প নেই।সবাইকে তাল বীজ রোপনের অনুরোধ জানায়।
সেই সাথে ধন্যবাদ জানাই বীরগঞ্জ এপি ওয়ার্ল্ড বাংলাদেশ কে, এত সুন্দর একটি প্রজেক্ট মডেল উপহার দেওয়ার জন্য আমরা চিরকৃতজ্ঞ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *