শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধিঃ
বুধবার (৯ অক্টোবর) রাতে সাভার পৌর ৬ নং ওয়ার্ডের ভাগলপুর এলাকা পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম বলেন, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু হয়েছে। বিএনপির প্রতিটি নেতাকর্মী মণ্ডপে মণ্ডপে সুরক্ষা ও নিরাপত্তা বিধানে কাজ করবে। আপনারা উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করবেন। আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি, থাকব।
তিনি বলেন, চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ও ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান সালাউদ্দিন বাবু পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি,এই শারদীয় দুর্গাপূজা আপনাদের জীবনে অনাবিল আনন্দ নিয়ে আসুক।
মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম বলেন, নতুন বাংলাদেশ নির্মাণ করার সুযোগ সৃষ্টি হয়েছে, যেখানে আমাদের মধ্যে কোনো ভেদ থাকবে না, ধর্মান্ধতা থাকবে না, সাম্প্রদায়িকতা থাকবে না। এক বর্ণের সাথে আরেক বর্ণের কোনো প্রতিশোধ-প্রতিহিংসা বা ঘৃণার কোনো রাজনীতি থাকবে না। হিন্দু মুসলিম আমরা ভাই ভাই।
তিনি বলেন, বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না। আমরা চাই সকল ধর্মের মানুষ সমান অধিকার পাবে। আমরা সংখ্যালঘুতে বিশ্বাস করিনা, সবার পরিচয় বাংলাদেশি। দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান। কোন ভয়-ভীতি ছাড়া যেন আনন্দ উদ্যাপন করে দুর্গাপূজা অনুষ্ঠিত হয় সেজন্য দেশনায়ক তারেক রহমানের ও বিএনপির সহ-পরিবার কল্যাণ সম্পাদক, ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান সালাউদ্দিন বাবু এর নির্দেশে সাভার ও আশুলিয়া দুর্গা পূজার নিরাপত্তা ও সহযোগিতায় সার্বক্ষণিক নিয়োজিত থাকবে বিএনপি।
এ সময় উপস্থিত ছিলেন,সাভার পৌর বিএনপি সাংগঠনিক-সম্পাদক হাজী মোঃ আহসানউল্লাহ,ঢাকা জেলা ছাত্রদল সাবেক যুগ্ন আহ্বায়ক মোঃমোশারফ হিমেল খান,সাভার পৌর যুবদলের নেতা মোঃ সোহেল রানা, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নেতা আবিদ হোসেন নাফি,সাভার পৌর ছাত্রদলের নেতা মোঃ বাবু মিয়া সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।