এম শাহরিয়ার তাজ,খুলনা প্রতিনিধিঃ
খুলনায় উলুমুল কুরআন মডেল মাদ্রাসা এর হিফজুল কুরআন বালিকা শাখার ছাত্রী রুহিয়া জান্নাত মাত্র দুই বছরে পবিত্র কুরআনুল কারিমের হিফজ সম্পন্ন করায় মাদ্রাসার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
আজ ১০ সেপ্টেম্বর ২০২৪ রোজ মঙ্গলবার সকাল ৯ টায় নগরীর গল্লামারী মোড়স্থ অগ্রণী ব্যাংক টাউন এর হাজ্বী শামসুদ্দিন প্লাজায় উলুমুল কুরআন মডেল মাদরাসা মিলনায়তনে মাদ্রাসার প্রিন্সিপাল মুফতী আব্দুল্লাহ আল কাফি এর সভাপতিত্বে ও শিক্ষা সচিব মুহা. আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করা হয়!
মাদরাসাটির শিক্ষা সচিব মুহা. আব্দুল্লাহ আল মামুন বলেন, রুহিয়া জান্নাতে পড়ালেখার সূচনা উলুমুল কুরআন থেকেই শুরু হয়। তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড খুলনা শিববাড়ী ব্রাঞ্চের এভিপি আলহাজ্ব মুহা. তৌহিদুর রহমান ও মোসাঃ জামিলা রহমানের দ্বিতীয় সন্তান। শিক্ষা জীবনের শুরু থেকেই সে তার মেধার পরিচয় দিয়েছে। তার এ সাফল্যে তার পরিবার অত্যন্ত আনন্দিত। তার শিক্ষকবৃন্দ তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুমুল কুরআন মডেল মাদরাসার শিক্ষক মাওঃ সাঈদুল ইসলাম, মাওঃ আবুল হাসান, হাফেজ হাসান জামিল, মাওঃ আব্দুল মুঈয, কামাল আহমেদ, মোঃ ওয়ালিদ হাসান, মোঃ তাহাছিন সহ মাদ্রাসার অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ!